বিনোদন ডেস্ক
আপডেট: ২২:৪২, ১৫ জুন ২০২১
শিল্পী সমিতিই পরীমণিকে আইজিপির কাছে যেতে দেয়নি
ঢাকা বোট ক্লাবে হেনস্থার শিকার হওয়ার পর চিত্রনায়িকা পরীমণি পুলিশপ্রধান বেনজীর আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে প্রযোজক সমিতি ও শিল্পী সমিতি তাকে যেতে দেয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।
মঙ্গলবার (১৫ জুন) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের আসেন পরীমণি। বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশিদও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হারুন বলেন, ‘ঢাকা বোট ক্লাবে ঘটনার পর পরীমণি পুলিশ ও আইজিপি স্যারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু প্রযোজক সমিতি ও শিল্পী সমিতি সেই সুযোগটা করে দেয়নি। এটিই শিল্পী সমিতির বিরুদ্ধে পরীমণির অভিযোগ ছিল।’
সাংবাদিকদের সাথে কথা বলছেন হারুন-অর-রশীদ।
হারুন-অর-রশীদ বলেন, ‘মামলা রেকর্ড হওয়ার ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে পরীমনি বলেছেন, পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে এবং এটাও বলেছেন যে, তিনি (পরীমণি) আইজিপির কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং চলচ্চিত্র শিল্পীদের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু তার (আইজিপি) কাছে যেতে পারেননি। এরপরেও আইজিপি স্যার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেপ্তার করি।’
বনানী থানায় পরীমণির অভিযোগের বিষয়ে ডিবির এই যুগ্ম-কমিশনার বলেন, ‘ঘটনার রাতে ৪টায় বনানী থানায় পরীমনি গিয়েছিলেন, কিন্তু ওই সময় ওসি সাহেব থানায় ছিলেন না। থানায় অসুস্থতাবোধ করার কারণ হলো সাময়িকভাবে পরীমণি বিষয়টি মেনে নিতে পারেননি। ওই সময় পরীমণি দ্রুত থানা পুলিশের সহয়তায় হাসপাতালে চলে যান।’
এই মামলায় আরও আসামি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের আলোচিত এই কর্মকর্তা।
এর আগে সোমবার (১৪ জুন) সন্ধ্যায় পরীমণি তার বনানীর বাসায় সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘটনার পর নানা জায়গায় বিচার চেয়ে কোনো আশ্বাস না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন দাবি করলেও আসামিরা গ্রেপ্তার হওয়ায় এখন ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই নায়িকা। একই সঙ্গে ন্যায়বিচার পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরীমণি। এ বিষয়ে আরও বিস্তারিত...
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে