বিনোদন ডেস্ক
আপডেট: ২২:৪৫, ২৭ জুন ২০২১
থানা থেকে বেরিয়ে যা জানালেন পরীমণি
পরীমণি
দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জিজ্ঞাসাবাদ করেছে সাভার থানা পুলিশ। প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বের হন নায়িকা।
রোববার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানা থেকে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপ করেন পরীমণি।
পরীমণি বলেন, আমি তো মামলার অগ্রগতির জানতে এসেছি। আমার তো আসলে আগেই আসার কথা ছিলো। আমার শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি। যেহেতু শাটডাউন হয়ে যাবে তাই চিন্তা করে আজকেই এসেছি।
ন্যায়বিচার নিয়ে কতটুকু আশাবাদী এমন প্রশ্নে তিনি বলেন, আমি খুবই আশাবাদী। সবাই আমাকে এতবেশি সাপোর্ট দিচ্ছে এতে আমি খুবই প্লিজড।
চার ঘণ্টায় থানায় কি জিজ্ঞাসাবাদ করা হলো এমন প্রশ্নে পরীমণি বলেন, ওখানে যা যা হয়েছিলো ওগুলা আমাকে বলতে হয়েছে। তারা তো ওসব শোনেনি। তাদের তো ঘটনা শোনা উচিত। এজন্যই দেরি হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, পরীমণি আজ নিজে থেকেই থানায় এসেছেন। আমাদের থানায় নাসির-অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলার ডেভেলপমেন্ট নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে মিডিয়ার সঙ্গে কথা বলবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয়।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে