বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৪০, ২৮ জুন ২০২১
একাশিতে ‘গানের পাখি’ ফেরদৌসী রহমান
ফেরদৌসী রহমান। উচ্চাঙ্গসংগীত, লোকগান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক ও সিনেমার গান— সব ধরনের বাংলা গানেই অবদান রয়েছে তার। সবার মাঝে তিনি গানের পাখি নামেই পরিচিত।
আজ খ্যাতিমান এ সংগীতশিল্পীর ৮০তম জন্মবার্ষিকী। ১৯৪১ সালের ২৮ জুন পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম হয়েছিল এই তারকার। তার বাবা বাংলা গানের কিংবদন্তি গায়ক আব্বাসউদ্দীন।
এই শুভদিনটি কাছের মানুষজন, শ্রোতা ও অনুরাগীদের শুভেচ্ছা আর ভালোবাসায় মধ্য দিয়ে কাটিয়ে দিতে চান তিনি। করোনার জন্য এর বাইরে জন্মদিনকে ঘিরে তেমন কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন ফেরদৌসী রহমান।
ফেরদৌসী রহমান গণমাধ্যমকে বললেন, “দেড় বছর হলো বাসাতেই আছি। কোথাও বের হচ্ছি না। কবে যে করোনার হাত থেকে রেহাই পাবো জানি না। এমন সময়ে ঘটা করে জন্মদিন পালন করার মানেই হয় না। সবার কাছে মিনতি, আমার জন্য দোয়া করবেন।”
বাবার হাত ধরেই ফেরদৌসীর গানের ভূবনে প্রবেশ। ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সঙ্গীতজ্ঞের কাছেও তালিম নিয়েছেন তিনি।
প্রায় ছয় দশকের গানের ক্যারিয়ারে শুধু গায়িকা হিসেবে নন, সুরকার-সংগীত পরিচালক হিসেবে ছড়িয়েছেন দ্যুতি, পেয়েছেন জাতীয় পুরস্কারও। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ‘খালামণি’ হিসেবে পরিচিতি পান। এখনো তাকে অনেকেই খালামণি বলে ডাকেন।
মাত্র ৮ বছর বয়সে রেডিওতে ‘খেলাঘর’ নামের অনুষ্ঠানে অংশ নেন ফেরদৌসী। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে গান করেন তিনি।
ফেরদৌসী রহমান বাংলাবাজার স্কুল থেকে এসএসসি, ইডেন কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
১৯৬০ সালে ফেরদৌসী রহমান ইউনেস্কো ফেলোশীপ পেয়ে লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিক থেকে ৬ মাসের সংগীতের ওপর স্টাফ নোটেশন কোর্স সম্পন্ন করেন।
প্রায় ২৬০টি সিনেমাতে গান গেয়েছেন তিনি। তিনটি লং প্লে, ৫০০টি ডিস্ক রেকর্ড, প্রায় বিশটি ক্যাসেট’সহ পাঁচ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন এ গুণী শিল্পী।
ফেরদৌসী রহমান নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। সংগীত ভুবনে অবদান রাখার জন্য তিনি জাতীয় পর্যায়ে নানাভাবে সন্মানিত হয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে আছে লাহোর চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার (১৯৬৩ সাল), প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার (১৯৬৫ সাল), টেলিভিশন পুরস্কার (১৯৭৫), জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ সংগীত পরিচালক (১৯৭৭), বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার (১৯৭৬) ও একুশে পদক (১৯৭৭ সাল)। এ ছাড়া লাভ করেন নাসিরউদ্দিন গোল্ড মেডেল ও মাহবুবুল্লাহ গোল্ড মেডেল।
এই গায়িকা ১৯৬৬ সালের ২৬ অক্টোবর মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার রেজাউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের রয়েছে দুই ছেলে রুবাইয়াত ও রাজিন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে