বিনোদন ডেস্ক
নির্মাতা আশফাক নিপুণের প্রশংসায় প্রসেনজিৎ
বাংলাদেশের নির্মাতা আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’ দুই বাংলাতে প্রশংসিত হচ্ছে। অনলাইন স্ট্রিমিং ‘হইচই’-এ মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।
অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবার কেউ মুঠোফোনে। এবার সেই তালিকায় পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি।
তিনি ‘মহানগর’র পরিচালক আশফাক নিপুণকে মুঠোফোনে ভূয়সী প্রশংসা করেন। আশফাক নিপুণ তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
নির্মাতাকে ফোন দিয়ে সিরিজটি দেখে তার মুগ্ধতার কথা জানিয়েছেন প্রসেনজিৎ। সিরজিটি জন্য আশফাক নিপুণকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। পরে কয়েক মিনিটের একটি অফিসিয়াল অডিও বার্তাও পাঠিয়েছেন প্রসেনজিৎ।
বিষয়টি নিয়ে রোববার উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আশফাক নিপুণ। সেখানে তিনি লিখেছেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কিছুক্ষণ আগে ভারতের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং আমাকে কল করে ‘মহানগর’র ভূয়সী প্রশংসা করেছেন। প্রায় ১৫ মিনিট কথা হয়েছে তার সঙ্গে, যার পুরোটাই ছিল ‘মহানগর’ নিয়ে।
তিনি আরও লিখেছেন, প্রসেনজিৎ ওই সিরিজে মোশাররফ করিমের অভিনয়েরও অনেক প্রশংসা করেছেন।
অডিও বার্তায় প্রসেনজিৎ বলেছেন, ‘নাম্বার জোগাড় করে আমি নিজে থেকেই আশফাক নিপুণকে ফোন করেছি অভিনন্দন জানানোর জন্য। হইচই-এ আমি ‘মহানগর’ দেখেছি। অসম্ভব একটা ভালো কাজ হয়েছে। অভিভূত হয়ে গেছি। এখানে সবাই খুব ভালো অভিনয় করেছে। বিশেষ করে, করিম ভাইয়ের (মোশাররফ করিম) অভিনয় আমি আগেও দেখেছি, ওসি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। দুই বাংলার মধ্যে এমন একজন ভালো অভিনেতা আছেন এটা ভেবেও আমি গর্বিত হচ্ছি।’
তিনি আর বলেছেন, পুরো টিমকে আমার শুভেচ্ছা। আশা করবো বড় পর্দায় জন্য খুব শিগগিরই সিনেমা বানাবেন নিপুণ।
গত ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর’। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারি মম, লুৎফর রহমান জর্জ, শাহেদ আলী, শ্যামল মাওলা, খাইরুল বাসার, নাসির উদ্দিন খান, নিশাত প্রিয়ম, রুকাইয়া জাহান চমক প্রমুখ।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে