বিনোদন ডেস্ক
আপডেট: ১৭:১২, ১৫ জুলাই ২০২১
পাকিস্তানে আটকা পড়লেন অভিনেত্রী শবনম
করোনার কারণে পাকিস্তানে আটকা পড়েছেন দেশের খ্যাতিমান অভিনেত্রী শবনম। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
জানা গেছে, ২৬ জুলাই দেশে ফেরার টিকিট কাটা ছিল তার। কিন্তু করোনারভাইরাসের কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আপাতত দেশে ফিরতে পারছেন না তিনি।
কয়েক মাস আগে পাকিস্তান সফরে যান শবনম। শুরুতে ফয়সালাবাদে এক ভক্তের বাড়িতে ওঠেন।
ফয়সালাবাদে মাস দুয়েক থাকার পর লাহোরে আরেক ভক্ত-বন্ধুর বাড়িতে যান। মাস তিনেক ধরে সেখানেই আছেন।
দীর্ঘসময় পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয়ের কারণে লাহোরেও তার অনেক বন্ধুও আছে। আছে চলচ্চিত্রের অনেক সহকর্মী আর পরিচিতজন।
৭০’র দশকে সিনেমায় কাজ শুরু করেন শবনম। পাকিস্তান আমল থেকে শুরু করে দেশ স্বাধীনের পরও দীর্ঘসময় তিনি দাপটের সঙ্গে বাংলা সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
এ বিষয়ে শবনম গণমাধ্যমকে বলেন, এবার লম্বা সময় লাহোরে থাকার কারণে অনেকের সঙ্গেই দেখা হয়েছে। মাঝে করোনা একটু কমেছিল বলেই সম্ভব হয়েছে। এদিকে লাহোরে এখন সংক্রমণও বেড়েছে। ডেলটা ভেরিয়েন্টও পাওয়া যাচ্ছে। তাই কিছুটা আতঙ্কবোধ করছি।
৭০ দশকের শুরুতে শবনম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে নিজের স্থান শক্ত করে তোলেন। ১৯৮৮ সালের দিকে শবনম বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রে সমানতালে অভিনয় করতে থাকেন।
৯০ দশকের শেষ ভাগে ঢাকায় স্থায়ীভাবে বাস করতে শুরু করেন। অর্ধশতাব্দীজুড়ে অভিনয়জীবনে ১৮০টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে