বিনোদন ডেস্ক
আপডেট: ১১:৫৭, ১৮ জুলাই ২০২১
করোনায় প্রাণ হারালেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী।
শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে তার মৃত্যু হয়। আরেক সংগীতশিল্পী জয় শাহরিয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, বর্ণ চক্রবর্তী এক সপ্তাহ ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম ছিল। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অনন্তলোকে যাত্রা করলেন এই তরুণ শিল্পী।
তরুণ এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সংগীতাঙ্গনে। গীতিকার, সুরকার, গায়ক থেকে শুরু করে সংগীত ভুবনের কেউই মেনে নিতে পারছেন না মাত্র ৩৫ বছর বয়সে বর্ণের মৃত্যু।
বর্ণ চক্রবর্তী গাওয়ার পাশাপাশি নিয়মিত গান সৃষ্টি করতেন। তিনি নির্মাতা হিসেবেও আলো ছড়িয়েছেন। গত প্রায় এক দশক তিনি অসংখ্য মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।
তবে, ক্যারিয়ারে বর্ণ চক্রবর্তী কেবল একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। সেটার নাম ‘বোকা পাখি’।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে