বিনোদন ডেস্ক
আপডেট: ২৩:৩৯, ২৩ জুলাই ২০২১
হার্ট অ্যাটাক হয়েছে ফকির আলমগীরের
করোনায় আক্রান্ত একাত্তরের কণ্ঠযোদ্ধা ও গণসংগীতশিল্পী ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়।
ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব শুক্রবার (২৩ জুলাই) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা জানান তিনি।
তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানান মাশুক আলমগীর।
এর আগে রাজীব আজ বিকেলে তার বাবার শারীরিক আপডেট জানিয়ে বলেন, ফকির আলমগীরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন শতভাগ। চিকিৎসক জানিয়েছেন, শিল্পীর ডান ফুসফুস সংক্রমণমুক্ত হয়েছে।
বাম ফুসফুস এখনও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। এ কারণে একটু শরীর ডানদিকে নিলে অক্সিজেন স্যাচুরেশন ৭৫ এ নেমে আসে।
এ বিষয়ে চিকিৎসকরা বেশ সচেতন আছেন উল্লেখ করে রাজীব জানান, ফকির আলমগীরের শরীরে ডি-ডাইমার ক্রমশ বাড়ছে। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন রাজীব।
এর আগে, গত ১৫ জুলাই রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তির পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে