বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:১৪, ২৪ জুলাই ২০২১
সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত ফকির আলমগীর
গণসংগীত শিল্পী ও একাত্তরের কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর আর নেই। প্রাণঘাতী করোনাভাইরাসের সাথে লড়াইয়ে হার মেনেছেন তিনি। শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছিলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীরের মরদেহ। শেষযাত্রায় সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি।
শনিবার সকালে কিংবদন্তি এই শিল্পীকে খিলগাঁও সংসদের বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। আজীবন সদস্য থাকায় খিলগাঁও পল্লীমায় বীর মুক্তিযোদ্ধা ফকির আলমীরকে দেয়া হয় গার্ড অব অনার দেয়া হয়। সেখানেই তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে দাফন করা হবে।
এর আগে করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি। ফকির আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন মন্ত্রী, এমপি, শিল্পী সাহিত্যিকসহ বিশিষ্টজনেরা।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে