বিনোদন ডেস্ক
আপডেট: ২১:০২, ২ আগস্ট ২০২১
সুখে-দুঃখে ভালোবেসে ২৫ বছর কাটিয়ে দিলেন ওমর সানী-মৌসুমী
মৌসুমী-ওমর সানি
ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। বাংলা চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতিদের মধ্যে অন্যতম তারা। ১৯৯৫ সালের ২ আগস্ট দু’জন ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
সুখে-দুঃখে ভালোবেসে একে অন্যের হয়ে পার করলেন বিবাহিত জীবনের ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তী। আজ ওমর সানী-মৌসুমী পা রাখছেন তাদের বিবাহিত জীবনের ২৬ বছরে।
এই প্রসঙ্গে ওমর সানী বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সব মিলিয়ে আমাদের বেশ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি আর মৌসুমী বেশ সুখে আছি সব মিলিয়ে। আমাদের দুই সন্তান ফারদিন, ফাইজাহ ওরা দু’জনেই আমাদের আদর্শে মানুষ হচ্ছে, এটাই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। ফারদিন জীবনকে বুঝতে শিখেছে-বাবা হিসেবে এটাইতো আমার চাওয়া ছিলো। শুধু চাইবো বাকীটা জীবন যেন ভাই বোন সুখে দুঃখে একসঙ্গে কাটিয়ে দিতে পারেন। আর আমি-মৌসুমী যেন সেই সুন্দর সময়টাই সারাজীবন উপভোগ করে যেতে পারি। অবশ্যই দোয়া করি আমার বৌ’মার জন্যও। অনেক লক্ষী মেয়ে আমার পুত্রবধূ আয়েশা। তার জন্য দোয়া চাই সকলের কাছে।
প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, দেখতে দেখতে চোখের পলকে জীবন থেকে এতোটা বছর পেরিয়ে গেছে-ভাবলেই শিহরিত হই। আমার বাবার মৃত্যুর পর সানীই আমাদের পরিবারের একমাত্র অভিভাবক। আমাদের পুরো পরিবারটিকে আগলে রেখেছে সানী। সত্যিই সানীর মতো মানুষ জীবনে পাওয়া-এটা আল্লাহর বিশেষ রহমত। আমি সবসময়ই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে সানীর মতো সুন্দর মনের, বড় মনের একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আর আমার দুই সন্তান আমার পৃথিবী। তাদের নিয়ে ভালো আছি-আলহামদুলিল্লাহ। বাকীটা জীবন সুখে-দুঃখে আনন্দে একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি।
ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করে দু’সন্তানও এসেছে। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা। ফারদিন রাজধানীর উত্তরায় ‘মেরিমন্টানা’ নামের একটি রেস্টুরেন্ট পরিচালনা করছেন। রেস্টুরেন্ট ব্যবসায় নিজেদের পুত্রের সাফল্যে বেশ আনন্দিত ওমর সানী-মৌসুমী। পাশাপাশি ফারদিন একজন নির্মাতা হিসেবেও কাজ করেন।
১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। তাদের অভিনীত ছবির মধ্যে রয়েছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সাহেব নামে গোলাম।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে