বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:১৯, ৫ আগস্ট ২০২১
পরীমনির সুন্দর মুখ থেকে চোখ ফেরানো কঠিন: নির্মলেন্দু গুণ
দেশের বিনোদনজগতে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়, আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি। সৌন্দর্য্যের দিক দিয়ে তিনি জয় করেছেন হাজারো ভক্তের মন। একই গতিতে ভিন্ন ভিন্ন সময়ে, বিভিন্ন ইস্যুতে তাকে আসতে হয়েছে আলোচনায়। ক্লাবে তাকে ধর্ষণচেষ্টার ইস্যু শেষ হওয়ার আগেই এবার তার বাসায় র্যাবের অভিযান জন্ম দিয়েছে নতুন ইস্যুর।
তবে যতোই সমালোচিত পরীমনি, তার সৌন্দর্য্যের আকর্ষণ ফেরাতে পারেননি অনেকেই। সাধারণ ভক্তের কথা বাদ, খোদ নির্মলেন্দু গুনও পরীমনির সৌন্দর্য্যের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তার সুন্দর মুখ থেকে চোখ ফেরানো কঠিন।
পরীমনি অভিনীত স্বপ্নজাল ছবির মুক্তির সময়ে নির্মলেন্দু গুন এ কথা তার ফেসবুকে প্রকাশ করেন। ঠিক ছবি মুক্তির আগেই পরীমনির পাশে এসে দাঁড়ান দেশের অন্যতম শীর্ষ কবি নির্মলেন্দু গুণ।
কবি তাঁর ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে পরীমনির জন্য শুভকামনা জানান। পরীমনির রুপের প্রশংসা করে নির্মলেন্দু গুণ লেখেন, পরীমনি দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’ সিনেমায়। ওর সুন্দর মুখ থেকে চোখ ফেরানো কঠিন। সৌন্দর্যের একটা সুষম বিকাশ আছে ওর দেহাবয়বে।
তিনি আরও বলেন, ধন্যবাদ পরীমনি। তুমি আমাদের সুচিত্রা সেন।
রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদসহ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে আটক করেছে র্যাব। বুধবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ছয়টার দিকে তাকে আটক করে র্যাব।
অভিযানে থাকা র্যাবের একাধিক কর্মকর্তা বলেন, আমরা পরীমনির বাড়ির প্রতিটি রুম তল্লাশি করছি। সেখানে বিপুল পরিমাণ মদ পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে।
বিকেল থেকে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তবে এখন পর্যন্ত পরীমনির বিরুদ্ধে সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো জানা যায়নি। বিস্তারিত...
দেখুন পরীমনির বাসায় র্যাবের অভিযানের ভিডিও-
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে