বিনোদন ডেস্ক
আপডেট: ২০:২৩, ৫ আগস্ট ২০২১
পরীমনিকে আদালতে পাঠাচ্ছে পুলিশ
চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে বনানী থানা থেকে আজই আদালতে হাজির করবে পুলিশ। র্যাবের মামলা রেকর্ড হলেই থানা পুলিশ তাকে আদালতে নেবে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে বনানী থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে আজ বিকালে পাঁচটা ৩৫ মিনিটে র্যাব সদরদপ্তর থেকে বনানী থানায় পৌঁছায় পরীমনিদের বহনকারী দুটি গাড়ি।
এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, র্যাব সদস্যরা পরীমনি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তাদের দুই সদস্যকে থানায় নিয়ে এসেছেন। তাদের থানায় হস্তান্তর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি দুজন হলেন- পরীমনির বাসা থেকে আটক আশরাফুল ইসলাম দীপু ও রাজের বাসা থেকে আটক সবুজ আলী। এখন এই চারজনের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব বাদী হয়ে মোট তিনটি মামলা করবে। মামলা শেষে পরীমনিকে আজই আদালতে পাঠানো হবে।
নায়িকা পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন নায়িকা পরীমনি। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। আর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন।’
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে পরীমনি ও রাজসহ চারজনকে গ্রেফতারের পর র্যাব সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করতেন পরীমনি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এসব বিষয়ে তদন্ত করা হবে। অতিমাত্রায় মাদক সেবন করতেন তিনি। সে জন্য ব্যক্তিগত বাড়িকে মিনি বার বানিয়ে রেখেছেন তিনি।
খন্দকার আল মঈন বলেন, অভিযান চলাকালে পরীমনি লাইভে এসে কেন এই উল্টোপাল্টা কথা বললেন এবং সেটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা সে বিষয়টিও দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে দুপুরে খন্দকার আল মঈন জানান, পরীমনির বিরুদ্ধে মাদকের মামলা ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলা হচ্ছে।
বুধবার বিকাল সাড়ে চারটার কিছু সময় আগে নায়িকা পরীমনির বাসায় অভিযান শুরু করে র্যাব। চার ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়। পরে প্রযোজক রাজের বনানীর বাড়িতে অভিযান শুরু করে র্যাব সদস্যরা। পরীমনির বাড়িতে অভিযানের খবর পেয়ে রাজ পালানার চেষ্টা করেছিলেন। তার বাসা থেকে বিদেশি মদ, সিসা সরঞ্জাম ও বিকৃত যৌনাচারের সরঞ্জাম উদ্ধার করা হয়।
দেখুন পরীমনির বাসায় র্যাবের অভিযানের ভিডিও-
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে