বিনোদন ডেস্ক
আপডেট: ২৩:২৩, ৬ আগস্ট ২০২১
আটকের আগে যা বললেন চয়নিকা চৌধুরী
চিত্রনায়িকা পরীমনির কথিত ‘মম’ নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন চয়নিকা চৌধুরী। এ সময় পান্থপথ সিগন্যালে তার ব্যক্তিগত গাড়িটি থামায় ডিবি পুলিশ। গাড়িতে চয়নিকা ও তার ছেলে অনন্য চৌধুরী ছিলেন। কিছুক্ষণ পর চয়নিকার গাড়িতে একজন নারী পুলিশসহ ডিবির দুজন সদস্য উঠেন। এ সময় চয়নিকাকে জানানো হয়, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।
আলোচিত এই নির্মাতা আটক হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন অনেক গণমাধ্যমকর্মী। এ সময় তাদের সঙ্গে কথা বলেন তিনি।
চয়নিকা বলেন, আমাকে যদি (পুলিশ) ডাকে... আমার কাছে জানতে চায় আমি অবশ্যই যাব। আমি জানি, আমি খুব পরিচ্ছন্ন মানুষ। আমি এমন কিছু করিনি যেটা ভুলের তাড়নায় পড়বে... বা কোনো ক্রাইম। আমার মনটা যেহেতু পরিষ্কার আমাকে ডাকলে যে কোনো কিছুতে গিয়ে তাদের উত্তর দিয়ে আসব। তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) প্রতি আমি অনেক শ্রদ্ধাশীল।
নায়িকা পরীমনি গ্রেফতার হওয়ার পর বিতর্কিত ভূমিকা ও তীব্র সমালোচনার মুখে রয়েছেন এই নির্মাতা। তিনি পরীমনির কথিত ‘মা’ বলেও পরিচিত। কিছুদিন আগে বোট ক্লাবের ঘটনায় পরীমনির পাশে দাঁড়িয়েছিলেন চয়নিকা। সে সময় পরীমনিকেও প্রেস ব্রিফিংয়ে বলতে শোনা গেছে, আমার পাশে মা (চয়নিকা) আছে। আমি মা পেয়েছি।আমার কোনো চিন্তা নেই।
কিন্তু এবার পরীমনি গ্রেফতার হওয়ার পর তাকে আর দেখা যাচ্ছে না। অনেকটা এড়িয়ে চলছেন এই নির্মাতা। যদিও বিনোদনপাড়ায় চয়নিকাকে নিয়ে অনেক সময় নেতিবাচক কথা শোনা যায়।
পরীমনি গ্রেফতারের প্রসঙ্গে চয়নিকা বলেন, পরিস্থিতি এভাবে দেখছি, সবাই যেভাবে দেখছে। এটা এখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চলে গেছে। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের অধীনে যেহেতু আছে... যেটা হবে সেটাই আমরা দেখব। আইনের অধীনে যেটা আছে তার পক্ষে-বিপক্ষে কিছুই বলতে পারব না। আমাদের অপেক্ষা করতে হবে।
গণমাধ্যমকর্মীদের কাছে এ সময় চয়নিকা তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে