বিনোদন ডেস্ক
আপডেট: ১৮:২০, ১২ আগস্ট ২০২১
আসছে ভিন্নধর্মী র্যাপ গান ‘সময়’
দিনদিন দেশে জনপ্রিয় হয়ে উঠছে র্যাপ গান। আর র্যাপগানে একচ্ছত্র রাজত্ব করছে সিলেটিরা। সিলেটি ভাষায়, ঐতিহ্যে, আঞ্চলিকতায় সে র্যাপগুলোতে বারবার ওঠে আসে সাধারণ মানুষের কথা- দুঃখ, কষ্ট, ভালোবাসা। তবে এবার একেবারেই ব্যতিক্রমধর্মী র্যাপ নিয়ে আসছে SR101 Music।
'সময়' শিরোনামের এই গানটি লিখেছেন B. Monk। গানে B. Monk এর সাথে ছিলেন ওপার বাংলার আরেক তরুণ শিল্পী Arin Dez।
গানটির বিষয়ে তারা আইনিউজকে জানান, আমাদের এই গানের প্রাথমিক পরিকল্পনা শুরু হয় এক বছর আগে। আজ প্রায় এক বছরেরও অধিক সময় পরে এসে আমরা এটি মুক্তি দিতে যাচ্ছি খুব শীঘ্রই। আমাদের দু'চারটে গান থেকে এটি ভিন্ন। পুরো গানে বাস্তবিক কিছু অনাকাঙ্ক্ষিত মুহুর্তের কথা তুলে ধরার চেষ্টা করেছি, যা পুরো গান শুনলেই সবাই বুঝতে পারবে।
B. Monk বলেন, গানের কথাগুলো লিখতে যেমন কষ্ট হয়েছে তেমনি এই কষ্ট হয়েছে পুরো বিষয়টির ইতি টানতে। এক বছর থেকে গানটি নিয়ে ভাবনা-চিন্তার অবসান ঘটিয়ে মুক্তি দিতে প্রস্তুত এই ভিন্নধর্মী উপস্থাপনা। এই ধারার গানে আমি নতুন তাই বুঝে উঠতে পারছি না কতটুকু আপনাদের বুঝাতে সক্ষম হবো, তাও আশাবাদী আমি।
'গানটি ট্রায়াল ভার্সনে যখন শুনি তখন আরিনকে কলে রেখেই কেঁদে ফেলি কারণ সচরাচর এসব ভারি বিষয়ে আমি লিখিনা তবে আমার শ্রোতাদর্শকের সিংহভাগ আমার লিখার প্রশংসা করে দেখে সাহস নিয়ে তৈরি করলাম 'সময়', আশা করি সবার ভালো লাগবে।'
গানটির অপর শিল্পী Arin Dez। ভারতের শিলচরের এই শিল্পীরও মাতৃভাষা সিলেটি, বর্তমানে থাকছেন হায়দ্রাবাদে। তিনি আইনিউজকে বলেন, যখন B. Monk আমাকে এপ্রোচ করে গানটির জন্য তখন পুরো কন্সেপ্ট শুনে আমি দ্বিতীয় বার ভাবিনি, শুধু মাত্র গানের বিষয়বস্তু এবং কন্টেন্ট দেখে। আমি বরাবরই বিশ্বাস করি যেনো গান মানুষকে আবেগজনিত এবং মানসিকভাবে সাহায্য করে। আমার ব্যক্তিগত জীবন এবং পারিপার্শ্বিক জীবনের সাথে গানটির ব্যাপক মিল খুঁজে পাই। এসব কারণেই 'সময়' প্রজেক্টটি স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন করতে সক্ষম হই।
গানটির সঙ্গীতায়োজন করে ভারতের একটি জনপ্রিয় প্রোডাকশন হাউস 'The Dropletz'। গানের ভিডিও নির্মাণ করেছেন 'Mir Films' এবং ভিডিও ও গ্রাফিক্স ডিজাইনিং করেন ভারতের 'D1 Graffix & Media'। পুরো গানের নির্বাহী প্রযোজনায় ছিলেন C-Let।
গানটির মুক্তি পাবে SR101 Music ইউটিউব চ্যানেলে তবে দিন তারিখ নিয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি। তবে এ মাসের শেষের দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে বলে তারা জানান। গানটি ইউটিউবে প্রকাশের আগেই আন্তর্জাতিক সকল প্লাটফর্মে (স্পটিফাই, অ্যামাজন মিউজিক, আইটিউনস) রিলিজ হবে।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে