বিনোদন ডেস্ক
আপডেট: ২০:১৩, ১৭ আগস্ট ২০২১
মোদি না থাকলে ভারতও আফগানিস্তানের মতোই হবে: কঙ্গনা
আবারও তালেবান শাসনের অধীনে আফগানিস্তান। গোটা বিশ্বে এই ঘটনার পরই হইচই পড়ে গেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিউডের সেলিব্রিটিরাও। এবার এবিষয় নিজের মতামত পোষণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা। যে কোনও গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আগে নিজের বক্তব্য রাখেন কঙ্গনা। এবার তার দাবি, নরেন্দ্র মোদি না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে।
আফগানিস্তানের ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট করেন এ নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, প্রাণে বাঁচার জন্য কাতারে কাতারে আফগান মানুষ বিমানে ওঠার চেষ্টা করছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘এটা দেখুন আর মনে রাখবেন এই তালিবানদের পুষ্ট করে পাকিস্তান আর আমেরিকা এদের অস্ত্র দেয়। তালিবানরা এখন আপনার অনেক কাছে। এটা দেখুন। আগামীতে মোদি না থাকলে আপনিও এই জায়গায় থাকতে পারেন।’
আফগানিস্তানের একের পর এক ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে বিমানের চাকা ধরে দেশ ছেড়ে পালানোর চেষ্টায়, মানুষ বিমানের চাকার উপরে উঠে পড়েন। চলন্ত বিমান থেকে পড়ে যাচ্ছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘জীবন যখন মৃত্যুর থেকেও খারাপ হয়ে যায়।’ তিনি আরও একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবন দখল করেছে তালবান।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আফগানিস্তানের এই রাষ্ট্রপতি ভবনের ছবি থেকে আন্দাজ করতে পারি যে ইসলামিক যাযাবররা বহু বছর আগে কীভাবে সবচেয়ে সমৃদ্ধশালী দেশ ভারত মাতাকে দখল করেছিল।’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে