বিনোদন ডেস্ক
আপডেট: ০০:৫১, ১৮ আগস্ট ২০২১
আইয়ুব বাচ্চু স্মরণে কলকাতার শিল্পীর গান (ভিডিও)
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু। সংগীতে তিনি একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক ছিলেন। মূলত রক ধাঁচের কণ্ঠের অধিকারী হলেও আধুনিক, ক্লাসিকাল সংগীত এবং লোকগীতি গেয়েও শ্রোতাদের মুগ্ধতায় ভাসিয়েছেন ‘এবি’। ‘গিটারের জাদুকর’ আইয়ুব বাচ্চুর ৫৯তম জন্মদিন ছিলো ১৬ আগস্ট।
জন্মদিনে ভক্তরা ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছেন তাদের প্রিয় তারকাকে। দিনটিকে উপলক্ষে কলকাতায় প্রকাশ হয়েছে একটি গান। কলকাতার ‘সহজিয়া’ গানের দলের মূল গায়েন দেব চৌধুরী গেয়েছেন গানটি।
জন্মদিনে আইয়ুবকে গান উপহার দিলেন গানের লাইভ শো ‘গুড মর্নিং আকাশের’-এর সঞ্চালক দেব। গাইলেন, ‘গিটারের ছয় তারে ভালোবাসার টান/ গিটার রসকলি গিটার আজান...’। সেই গানের ভিডিও মুক্তি পেল ইউটিউবে।
২০১৮ সালের ১৬ অক্টোবর বাংলাদেশের রংপুর জেলা স্কুলের মাঠে অনুষ্ঠানের পরেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব। তার দু’দিন পর প্রয়াত হন তিনি। সে রাতেই ‘মায়াবী গিটার ফেলে’ গানটি লিখেছিলেন দেব। সুরও দিয়েছিলেন ওই দিন। পর দিন সকালে ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে দেব গানটি গেয়েছিলেন আয়ুবকে স্মরণ করে। তার তিন বছর পর গায়কের ৫৯তম জন্মদিনে সেই গান মুক্তি পেল।
আনন্দবাজার অনলাইনকে দেব বলেন, ‘আইয়ুব বাচ্চুর গিটার আমাদের কাঁদায় হাসায় ভালোবাসায়, এ এক আশ্চর্য মায়াবি সম্মোহন।’
দেব মনে করেন, ১৯৯০-এর দশকে যাদের কৈশোর যৌবন কেটেছে, তাদের প্রায় সবাই ‘দুই বাংলার রক আইকন’ আইয়ুব বাচ্চুর গানের কথায়, সুরে, গিটারে স্বপ্ন দেখেছে, উদ্বেল হয়েছেন। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিয়েই গানটি গেয়েছেন তিনি।
এই গানের সংগীতায়োজন করেছেন রুদ্রনীল চৌধুরী। ধ্বনিমিশ্রণের দায়িত্বে ছিলেন কৃষ্ণেন্দু। ভিডিওর জন্য চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুমন। ভিডিও সম্পাদনা করেছেন অভিষেক। গোটা প্রকল্পের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন সুস্মিতা, শুভদীপ, সুতনুকা, সুপ্রতীম, অংশু। নিবেদনে সিনে লাইভ মিডিয়া।
গানটির ভিডিওটি দেখুন :
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে