বিনোদন ডেস্ক
আপডেট: ১৮:৫২, ১৮ আগস্ট ২০২১
শুরু হচ্ছে অনলাইন ভিত্তিক সরাসরি সংগীত আয়োজন
লোকগান বাংলা সংগীতে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। শেকড়ের গান, মাটির গান সহজেই মানুষের মনকে প্রশান্তি দেয়। এক কথায় সহজ সরল কথা ও সুরের কারনে মানুষের মনকে আকৃষ্ট করে। সেই দৃষ্টিকোন থেকেই বাংলা টিউব আয়োজন করছে অনলাইন ভিত্তিক সরাসরি 'আড্ডার গান' এর আয়োজন।
অনুষ্ঠানে দর্শক, শিল্পীর কাছ থেকে তার পছন্দের গানটি শুনতে পারবেন। গ্রাম বাংলার লোকসংগীত নিয়ে এই আয়োজন। এই আয়োজনে হারিয়ে যাওয়া লোকগান নিয়ে কাজ করা হবে তবে একই সঙ্গে প্রাধান্য দেওয়া হবে লোকসংগীতের বিভিন্ন শাখাকে। পরিচিত মুখের পাশাপাশি সুযোগ দেওয়া হবে নতুন প্রজন্মের শিল্পীদের। যারা সংগীত ভালোবাসে, দর্শকদের গান শুনাতে চান।
বাদ্যযন্ত্র শিল্পী রণদ্বীপ, প্রথম দিনের শিল্পী অশোক বালা ও অনুষ্ঠানের প্রযোজক আরিফুর রহমান
আয়োজনটি শুরু হচ্ছে আগামী ২০ আগস্ট থেকে। প্রচারিত হবে রাত ৯টায়। বাংলা টিউবের স্টুডিও থেকে সরাসরি অনলাইনে প্রচার করা হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটির প্রযোজক আরিফুর রহমান বলেন, করোনা মহামারীর কারনে সংগীতের আয়োজন প্রায় বন্ধ রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে বাংলা টিউবের এই ভাবনা। ছোটবেলা বাবা খুব মন দিয়ে লোকসংগীত শুনতেন সেই থেকেই লোকসংগীতের প্রতি ভালো লাগা তৈরি হয়। কর্মক্ষেত্রে সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলে কাজ করার পাশাপাশি ইচ্ছে ছিল যদি কখনো সুযোগ পাই তাহলে লোকসংগীত নিয়ে কাজ করবো।'
তিনি আরও জানান, অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সংগীতশিল্পী এবং উপস্থাপিকা শারমিন সুমি, যন্ত্রশিল্পী থাকবেন রণদ্বীপ এবং প্রথম দিনের অতিথি শিল্পী থাকবেন এ প্রজন্মের সংগীতশিল্পী এবং সংগীত শিক্ষক অশোক বালা।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে