বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:৪৪, ২১ আগস্ট ২০২১
পঞ্চম দফায় আদালতে পরীমনি
তৃতীয় দফায় দেওয়া এক দিনের রিমান্ড শেষে শনিবার আবারও আদালতে তোলা হয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। আদালতে তুলে এখন তাকে রাখা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানায়।
শনিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার কিছু পরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) নেওয়া হয় পরীমনিকে।
গত ৪ আগস্ট র্যাবের হাতে আটক হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত মোট পাঁচ দফায় আদালতে তোলা হলো আলোচিত এই নায়িকাকে। প্রথমবার মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত। দ্বিতীয় বার দেওয়া হয় দুই দিন। সেই মেয়াদ শেষ হলে গত বুধবার তৃতীয় দফায় পরীমনিকে আদালতে তোলা হয়।
এদিন নায়িকার আইনজীবী তার জামিনের আবেদন করেন। অন্যদিকে, সিআইডির আবেদনের প্রেক্ষিতে পরীমনিকে আবারও রিমান্ডে চান রাষ্ট্রপক্ষের আইনজীবী। কিন্তু সেদিন শুনানি হয়নি। ফলে বৃহস্পতিবার পরীমনিকে আবার আদালতে তোলা হয়। এদিন নায়িকার রিমান্ড নামঞ্জুর করে তাকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়।
সেই মেয়াদ শেষ হওয়ায় পঞ্চম বারের মতো শনিবার আবারও আদালতে তোলা হলো মাদক মামলায় কারাবন্দি পরীমনিকে। আজ তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। তদন্তকারী সংস্থা সিআইডি থেকে জানানো হয়েছে, তারা আজ নায়িকার রিমান্ড চাইবে না।
গত ৪ আগস্ট সন্ধ্যায় পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল মাদকসহ আটক করে র্যাব। ওই দিনই নায়িকার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করে বাহিনীটি। সেই মামলায় গত ১৩ আগস্ট থেকে তিনি আদালতের নির্দেশে কাশিমপুর কারাগারে বন্দি।
তিনি এবার জামিন পাবেন, নাকি আরও কিছুদিন কারাগারে থাকবেন- তা জানা যাবে কয়েক ঘণ্টা বাদেই।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও-
তালেবান-আফগান ইস্যুতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে