বিনোদন ডেস্ক
আপডেট: ২০:২৮, ২২ আগস্ট ২০২১
সুশান্তকে নিয়ে তার বোনের আবেগঘন পোস্ট
ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা। সুশান্তকে হারানোর শোক আজও ভুলতে পারেনি তার ভক্তরা। সুশান্তের পরিবার তো সেই শোক বয়ে বেড়াচ্ছেন আরও তীব্রভাবে।
রোববার (২২ আগস্ট) রাখি বন্ধন উৎসবের দিন সোশ্যাল মিডিয়ায় আবেগান্বিত হয়ে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে পোস্ট করেছেন তার বোন শ্বেতা সিং কৃতি। ইনস্টাগ্রামে ভাইয়ের সঙ্গে ছোটবেলার একটি ছবিও পোস্ট করেন তিনি। ছোটবেলার সেই ছবিতে মজা করতে দেখা যাচ্ছে ভাই বোনকে। ছবির ক্যাপশনে শ্বেতা লেখেন, 'ভাই তোমায় খুব ভালোবাসি। আমরা সবসময়ই একসঙ্গে থাকব'।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরে দিল্লিতে চলে যায় তাঁর পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সে সময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। এর জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।
২০০৮ সালে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত ধারাবাহিক ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’-এ প্রীত জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন। এরপর ‘পবিত্র রিস্তা’। পর্দার মানব হয়ে উঠলেন সুশান্ত। তখন থেকেই শুরু প্রেম। সহ অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের সঙ্গে প্রথম প্রেম শুরু করেন। প্রায় ৬ বছর সেই প্রেম জীবনে ছিল। যদিও সেই প্রেমে বিচ্ছেদ আসে।
সুশান্তের চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৩ সালে, ‘কাই পো ছে'তে অভিনয়ের মধ্যে দিয়ে ৷ এরপর অভিনয় করেছেন ‘শুধ দেশি রোমান্স’, আনুশকা শর্মার বিপরীতে ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির’ মত জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে৷ ‘কেদারনাথ’ এ অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি সবাইকে ৷
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে