বিনোদন ডেস্ক
আপডেট: ১৬:১৫, ২৫ আগস্ট ২০২১
পরীমনি মানুষের জন্য অনেক করেছেন: সিয়াম
সিয়াম ও পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাগারে আছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।
পরীমনি গ্রেফতারের পর প্রথম কয়েক দিন শোবিজের সিংহভাগ মানুষ তার বিপক্ষে কথা বলেছিলেন। তবে দিন গড়াতেই বদলে যায় সবার মনোভাব। এখন অনেকেই পরীর পক্ষে কথা বলছেন, তার মুক্তি দাবি করছেন।
এবার পরীমনির বিষয়ে কথা বললেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এ নায়ক বলেন, ‘তিনি মানুষের জন্য অনেক করেছেন। অনেক অনাহারীকে খাইয়েছেন। সংসার চলে না, এমন অনেককে সহযোগিতা করেছেন। এগুলো একজন ভালো মানুষের লক্ষণ। আমি চোখের সামনে অন্যের জন্য পরীমনিকে কিছু করতে দেখেছি। ক্ষমতা তো অনেকেরই থাকে, কতজন করেন।’
পরীমনির ঘটনার সঠিক তদন্ত এবং বিচারের প্রত্যাশা সিয়ামের। তিনি বলেন, ‘দেশের আইনি ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। এমন কিছু হয়নি যে আমাদের আস্থা নষ্ট হয়ে যাবে। আমরা ওয়েট করছি। তিনি প্রপার জাস্টিস পাবেন। আশা করি, তিনি সুস্থ ও স্বাভাবিকভাবে বের হবেন। আবারও কাজে ফিরবেন।’
উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র্যাব। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। তিন দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এরপর আদালতের নির্দেশে কারাগারে রাখা হয়েছে। গত ২২ আগস্ট পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী। সেই আবেদনের শুনানি হবে আগামী ১৩ সেপ্টেম্বর।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে