বিনোদন ডেস্ক
আপডেট: ১১:১৮, ৩ সেপ্টেম্বর ২০২১
অপূর্ব-শাম্মার বিয়ে সম্পন্ন
স্ত্রী শাম্মা দেওয়ানের সাথে অভিনেতা অপূর্ব
বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অভিনেতা অপূর্বের বিয়ের ছবি। এর আগে মঙ্গলবার ওল্ড ডিওএইচএসের একটি বাসায় তার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে।
অপূর্বের স্ত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি একজন আমেরিকা প্রবাসী। পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া। তবে তার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। দুই পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করছেন তারা।
অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে বছর না গড়াতেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর অভিনেতা ঘর বাঁধেন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। এ সংসার টিকেছিল ৯ বছর। অপূর্ব-অদিতি দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম আয়াশ। তবে ২০২০ সালে সংসারটি ভেঙে যায়।
অন্যদিকে শাম্মাও এর আগে একটি বিয়ে করেছেন বলে জানা গেছে। তারও একটি পুত্র সন্তান রয়েছে। যার বয়স ১৩ বছর।
নিজের তৃতীয় বিয়ে নিয়ে অপূর্ব বলেন, বিয়ে তো আর লুকিয়ে রাখা যায় না। এর আগে অনেক তারকা লুকিয়ে বিয়ে করেছেন, কিন্তু শেষমেষ প্রকাশ্যে এসেছেই। আর আমার মতো পাবলিক ফিগার লুকিয়ে বিয়ে করে গোপন রাখতে পারব? পারব না! সুতরাং ওই চিন্তা মাথায়ই নেই।
এই অভিনেতা জানান, আমার পরিকল্পনা ছিলো বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করবো। কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের সঙ্গে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। কিন্তু সেটাও হলো না। অনেকেই বিষয়টি নিয়ে কানাঘুষা করছেন। তাই না জানিয়ে পারলাম না।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে