বিনোদন ডেস্ক
আপডেট: ২৩:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২১
মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করলেন কবীর সুমন
কবীর সুমন
বাংলা গানের বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক কবীর সুমন মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করেছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সব নথিপত্রে সই করেন কবীর সুমন। সই করা পত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন শিল্পী।
জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। এখন তিনি সুস্থ। সুযোগ পেলে গানচর্চায়ও মেতে উঠছেন গানওয়ালা। নতুন নতুন রাগ নিয়ে কাজ করছেন কবীর সুমন। এবার পূজায় মুক্তি পেতে পাচ্ছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে রয়েছেন কবীর সুমন।
কবীর সুমন ১৯৪৯ সালের ১৬ মার্চ ভারতের উড়িষ্যায় জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। তার পিতা সুধিন্দ্রনাথ এবং মাতা উমা চট্রোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছেন কবীর সুমন।
সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। সাধারণত নিজের গান নিজেই লিখেন, নিজেই সুর করেন। শিল্পী জীবনের প্রথম পর্যায়ে সুমন ‘নাগরিক’ নামের কলকাতার একটি ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে সুমন নিজেই একটা ব্যান্ড খুলেন, নাম দিলেন ‘সুমন দ্যা ওয়ান ম্যান ব্যান্ড’।
তিনিই সে ব্যান্ডের একজন এবং একমাত্র সদস্য। তার কনসার্টে অন্য কোন যন্ত্রশিল্পীর প্রয়োজন দরকার হয় না। একই সাথে গিটার, হারমোনিকা, কিবোর্ড বাজিয়ে নিজেই নিজের গান করেন।
১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয় ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী।
বাংলাদেশের প্রতি সুমনের প্রাণের টান বরাবরই রোমান্সে ভরপুর। তিনি বাঙালি নারীর প্রেমে পড়ে তার টানে ধর্ম-জাত ছেড়েছেন। সেই সংসার ভেঙে গেলেও সাবিনা ইয়াসমিনের প্রতি শ্রদ্ধা কমেনি একচুল। ফিকে হয়ে যায়নি কখনো বাংলাদেশের প্রতি ভালোবাসা।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে