বিনোদন ডেস্ক
এক কোটির মাইলফলকে হানিফ সংকেত
হানিফ সংকেত
বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত। দুই যুগের বেশি সময় ধরে তিনি দর্শকদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। লেখালেখি ও নাটক নির্মাণেও তার সুনাম উল্লেখযোগ্য।
প্রযুক্তির ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে বিশ্ব। তার সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হানিফ সংকেত। ফেসবুকে তার নামে একটি পেজ রয়েছে।
সেই পেজে নিয়মিত কাজের আপডেট, তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। ফেসবুক কর্তৃপক্ষ তার অফিশিয়াল ফেসবুক পেজে ব্লু টিক দিয়েছে অনেক আগেই। এবার তার এই পেজে ফলোয়ার বা অনুসারীর সংখ্যা হলো ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটি।
অনুসারীদের উদ্দেশ্যে কৃতজ্ঞা প্রকাশ করে হানিফ সংকেত বলেন, আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় কোটি হৃদয়েরও বেশি মানুষ দেশ বা বিদেশ, যে যেখান থেকে প্রাণ স্পর্শে-আনন্দ হর্ষে-সৎ আদর্শে-চিন্তার উৎকর্ষে-ভালোবেসে আমাদের এই ফেসবুক পেজে সহযাত্রী হয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। শুভ কামনা সবার জন্য।
দেশের শোবিজ অঙ্গনে হানিফ সংকেতই প্রথম ব্যক্তিত্ব যার অনুসারী সংখ্যা ১ কোটির মাইলফলক স্পর্শ করলো। তার কাছাকাছি রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। তার অনুসারী সংখ্যা ৯৬ লাখ ৮৮ হাজার ৭ শত ৬১ জন। তাহসানের পরের স্থানে রয়েছেন চিত্রনায়কা পরীমনি। এ অভিনেত্রীর অফিশিয়াল পেজে অনুসারীর সংখ্যা ৯৫ লাখ ২৩ হাজার ৯ শত ৬৮ জন।
পরবর্তীতে নিজের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে খ্যাতির শীর্ষে উঠেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। এ ধরনের ইতিবাচক ভূমিকার কারণে ‘ইত্যাদি’ এখনো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’ ও নাটক নির্মাণ করেন হানিফ সংকেত।
এছাড়া গুণী এই ব্যক্তিত্ব বহু নাটক নির্মাণ করেছেন। তার নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘দুর্ঘটনা’, ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘বিপরীতে হিত’, ‘পুত্রদায়’, ‘কিংকর্তব্য', ‘ভূত অদ্ভুত’, ‘শোধ বোধ’ ইত্যাদি।
সাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য অবদানের জন্য হানিফ সংকেত একুশে পদক’সহ পেয়েছেন একাধিক স্বীকৃতি।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে