বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৫৬, ৮ অক্টোবর ২০২১
সমরজিৎ রায় ও পুণমের পুজোর গান
শারদীয়ার ক্ষণে মাতোয়ারা মনে
উড়ছে আকাশে মেঘের ভেলা,
ধুনুচির গন্ধে নাচে প্রাণ ছন্দে
হিমের পরশে আশ্বিনের খেলা।
এমন সব অসাধারণ গানের কথা আর সুর নিয়ে এবারের দুর্গা পুজায় প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়ের মৌলিক গান "পুজোর ঢাক"। গানটিতে দ্বৈত কন্ঠে অংশ নিয়েছেন তাঁরই শিষ্য পুণম প্রিয়াম।
গুণী গীতিকবি অনুপম চৌধুরীর চমৎকার কথার গাঁথুনিতে দুর্গা মায়ের এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সমরজিৎ রায়। সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। এনিমেশন ভিডিও সম্পাদনায় শেখ সাদী এবং এনিমেশন ভিডিও পরিচালনা করেছেন পিজিত মহাজন।
আগামী ৯ অক্টোবর গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল (youtube.com/c/SamarjitRoyMusic) এবং ফেসবুক পেইজে (www.facebook.com/samarjitroy.music)।
শিল্পী সমরজিৎ রায় বলেন, "এবারের পুজোতে দুই ধাঁচের দুটো গান তৈরি করেছি। প্রিয়াংকা গোপ আর আমার গাওয়া মহালয়ার গান শরৎ প্রভাতের সফলতা আমাকে মুগ্ধ করেছে। পুজোর ঢাক গানটি একেবারেই তালের একটি গান, যা পুজো মন্ডপে শুনলে গানটির তালে তালে নাচতে ইচ্ছে করবে যে কারোরই। এতোটা রিদমিক গান এই প্রথম গাইলাম। গানটিতে দ্বৈত কন্ঠে আমার প্রতিষ্ঠিত ও পরিচালিত সঙ্গীত পাঠশালা সুরছায়ার ছাত্রী পুণম খুব ভালো গেয়েছে, যা শ্রোতারা শুনলেই অনুভব করবেন। সাংবাদিকতার পাশাপাশি অনুপম চৌধুরীর লেখার হাত অসাধারণ। এই গানটির জন্য পুণম এবং অনুপমকে জানাই অনেক শুভকামনা। সবাইকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো।"
সঙ্গীতশিল্পী পুণম প্রিয়াম বলেন,"স্বপ্নের মতোই লাগছে সব। এখনো ভাবতে পারছি না আমার গুরুজীর মতো এমন একজন গুণী শিল্পীর সঙ্গে দ্বৈত কন্ঠে কখনো গাওয়ার সৌভাগ্য আমার হবে। নতুনদের নিয়ে সবসময়ই তিনি কাজ করেন এটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি। গানটি সবার অনেক ভালো লাগবে।"
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে