বিনোদন প্রতিবেদক
আপডেট: ১৮:১৭, ১১ অক্টোবর ২০২১
আধ্যাত্মিক শহর সিলেটে ‘ব্যাচেলর পয়েন্ট’ শুটিং ইউনিট (ভিডিও)
সিলেটে ব্যাচেলর পয়েন্ট টিম।
দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ শুটিং ইউনিট অবস্থান করছে আধ্যাত্মিক শহর সিলেটে। পরিচালক কাজল আরেফিন অমি নিজেই এ কথা জানিয়েছেন। তাহলে কি শুরু হতে যাচ্ছে এর নতুন পর্ব অর্থাৎ সিজন ফোর?
রোববার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় ব্যাচেলর পয়েন্টের পরিচালক কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ছবি দেন। সেখানে ব্যাচেলর পয়েন্টের উল্লেখযোগ্য তারকাদের দেখা যায়। ক্যাপশনে পরিচালক লিখেন, হেলো সিলেট। সাথে ব্যাচেলর ট্রিপ হ্যাশট্যাগ।
এর আগের দিন শনিবার (৯ অক্টোবর) তিনি ফেসবুকে দিয়েছিলেন আরেকটি ছবি, সেখানে পুরো টিমকে দেখা যাচ্ছিলো একটি বিমানের সামনে। কোথাও যাচ্ছেন এমন প্রস্তুতি পুরো টিমে। এই পোস্টের রেশ ধরেই নড়েচড়ে বসেন ব্যাচেলর পয়েন্টের ফ্যানরা। তবে কি আসছে নতুন পর্ব? এমন প্রশ্নই যেন উঁকি মারছে।
নাটকটির 'সিজন থ্রি' প্রচারের পর সিজন ফোর আর নির্মাণ করেননি পরিচালক কাজল আরেফিন অমি। কিন্তু সিজন ফোর নির্মাণের জন্য দর্শকদের আবদার কম পাচ্ছেন না পরিচালক। এমনকি তার নামে মামলারও হুমকী দিয়েছেন দর্শকরা। করেছেন মানববন্ধনও।
টিমের কেউ বাকি পরেননি তাদের এই ব্যাচেলর ট্যুরে। আছেন পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষি আলম, পলাশ, শিমুল,পাবেল ও অন্যরা। তাই জানতে চাওয়া হয় পরিচালকের কাছে নতুন পর্বের জন্য শুটিং এর বিষয়ে।
কাজল আরেফিন অমি গণমাধ্যমকে জানান, কোনো শুটিংয়ের জন্য না। জাস্ট চিল করতেই ব্যাচেলর পয়েন্ট টিমের এ ট্যুর।
তিনি আরও বলেন, গতকালই একটা কাজের শুটিং শেষ করলাম। আজ সবাই মিলে ব্যাচেলর ট্রিপ দিচ্ছি। সিলেট যাচ্ছি। সেখানে দুইদিন অবস্থান করবো। সবাই মিলে ঘুরবো। সবাই মিলে পরবর্তী কাজের পরিকল্পনা করবো। সিলেটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করে ঢাকায় ফিরে নতুন কাজ শুরু করবো।
বিস্তারিত আইনিউজ ভিডিওতে-
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল সিজন-৩ এর শেষ পর্ব প্রচার হয়। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে