বিনোদন ডেস্ক
আপডেট: ১৭:০৩, ১৮ অক্টোবর ২০২১
আইয়ুব বাচ্চু: রূপালী গিটারের যাদুকর
আইয়ুব বাচ্চু
“এই রুপালী গিটার ফেলে
একদিন চলে যাবো বহুদূরে....
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে....”
১৯৯৬ সালে ফেরারি মন অ্যালবামের এই গানটি গেয়েছিলেন রূপালী গিটারের যাদুকর আইয়ুব বাচ্চু। এতে বলেছিলেন তিনি একদিন চলে যাবেন বহুদূরে। আজ ১৮ অক্টোবর সেই দিন যেদিন সত্যি সত্যি এই যাদুকর চলে গেছেন বহুদূর না ফেরার দেশে।
২০১৮ সালের ১৮ অক্টোবর রূপালী গিটার ফেলে চিরতরে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান বাংলার কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৫৬ বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।
১৯৬২সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ব্যান্ডতারকা ও গিটারের যাদুকর আইয়ুব বাচ্চু। ছোটবেলাতেই গিটারে হাতেখড়ি তার।আইয়ুব বাচ্চু চট্টগ্রামে ১৯৭৬ সালে কলেজ জীবনে "আগলি বয়েজ" নামক ব্যান্ড গঠনের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিলেন। একটা সময় জনপ্রিয় ব্যান্ড ’ফিলিংস’র সঙ্গে যুক্ত হন। এরপর ১৯৮০ সালে ‘সোলস’ ( বর্তমানে “নগরবাউল” নামে পরিচিত) ব্যান্ডের সদস্য হন বাচ্চু। এই ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে ছিলেন টানা দশ বছর। এরপর ১৯৯১ সালের ৫ এপ্রিল গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘এলআরবি’। যা পরবর্তীকালে লাভরান্স ব্লাইন্ড নামে বা সংক্ষেপে এলআরবি নামে জনপ্রিয়তা লাভ করে। তখন শুরু হয় আইয়ুব বাচ্চুর নতুন ও সবচেয়ে রঙিন অধ্যায়।
একজন একক শিল্পী হিসেবেও আইয়ুব বাচ্চু সফলতা পেয়েছেন। তার প্রথম একক অ্যালবাম “রক্তগোলাম” যা ১৯৮৬ সালে সেপ্টেম্বরে প্রকাশিত হয়।
তিনি বেশ কিছু বাংলা ছবিতে প্লে-ব্যাকও করেছেন। এছাড়া অসংখ্য অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ময়না, কষ্ট, প্রেম তুমি কষ্ট, দুটি মন, সময়, একা, পথের গান, ভাটির টানে মাটির গানে, জীবন, সাউন্ড অব, সাইলেন্স, রিমঝিম বৃষ্টি অ্যালবামগুলো উল্লেখযোগ্য।
আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় কিছু গান, সেই তুমি কেন অচেনা হলে, রুপালি গিটার, রাত জাগা পাখি হয়ে, কষ্ট পেতে ভালোবাসি, মাধবী, ফেরারি মন, এখন অনেক রাত, ঘুমন্ত শহরে, বার মাস, হাসতে দেখ, এক আকাশের তারা, উড়াল দেব আকাশে
গানের জগতে আইয়ুব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার, পরিচালক এবং গায়ক হিসেবে জনপ্রিয়। আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকী।এই কিংবদন্তি রূপালী গিটারের যাদুকরকে বাংলা চিরকাল মনে রাখবে।
আইনিউজ/তনিমা/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে