বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:২২, ২১ অক্টোবর ২০২১
শাহরুখপুত্রের জামিন শুনানি এবার হাইকোর্টে
নিম্ন আদালতে তিন দফায় আবেদন করেও জামিন পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বুধবার তৃতীয় শুনানিতেও তার জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের বিশেষ এডিপিএস আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ান খান।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) শেষ হয়েছে কিং খানের ছেলের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ। তাই আজ উচ্চ আদালতে আবারও আরিয়ানের জামিন শুনানি হবে। আজ সুখবর পাবেন তো তিনি? উত্তর মিলবে কয়েক ঘণ্টা বাদেই।
বুধবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালত থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ নিযুক্ত আইনজীবী অমিত দেশাই। তিনি জানান, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। তার অভিযোগ, বুধবার কোন যুক্তিতে আরিয়ান জামিন পাননি, সে কথা তাদের জানানো হয়নি।
তবে এদিন জামিন শুনানির কয়েক ঘণ্টা আগে ভারতের একাধিক সংবাদমাধ্যম দাবি করে, মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে এনসিবির কর্মকর্তারা তল্লাশি শুরু করার আগেই বলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে মাদক বিষয়ে কথা বলেন আরিয়ান। তাছাড়া এক মাদক পাচারকারীর সঙ্গেও তার কথোপকথনের নথি উদ্ধার হয়েছে বলে দাবি করে এনসিবি।
এই তথ্য প্রকাশ হওয়ার পরই অনেকে ধারণা করেছিলেন, বুধবারও জামিন পাবেন না শাহরুখ খানের ছেলে। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হয়।
এদিকে, ২৩ বছর বয়সী আরিয়ানের সঙ্গে অন্য দুই অভিযুক্ত মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনও বুধবার খারিজ করে দেয় আদালত। আরবাজের আইনজীবী আলি কাসিফ জানিয়েছেন, আরবাজ এবং মুনমুনও নাকি খুব শিগগির উচ্চ আদালতের দারস্থ হবেন।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে