বিনোদন ডেস্ক
জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান
এনসিবি অফিসে আরিয়ান খান।
মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার আবেদন করেও জামিন পাচ্ছিলেন না বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কয়েকবার শুনানি হলেও মিলছিল না জামিন। অবশেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে বোম্বে হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। এর ফলে প্রায় এক মাসের কারাজীবন থেকে মুক্তি পেতে যাচ্ছেন আরিয়ান।
বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আরিয়ানের জামিন আবেদনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতজি। তার সঙ্গে ছিলেন সতীশ মানশিন্ডে। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
টানা তিন বার বিশেষ এনডিপিএস আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ হওয়ার পর মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিন শুনানির দিন নির্ধারিত হয়। আজও আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে এনসিবি।
গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আরিয়ান খান ও তার বন্ধুদের আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাদের সকলের কাছে মাদক পাওয়া গেছে দাবি করে এনসিবির। জিজ্ঞাসাবাদ শেষে ৩ অক্টোবর আরিয়ানকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।
ছেলের জামিনের জন্য শাহরুখ মুম্বাইয়ের শীর্ষ স্থানীয় আইনজীবী নিয়োগ দিয়েছিলেন। দফায় দফায় জামিনের আবেদন করা হয়। শুনানিও হয়। কিন্তু আদালত বারবার এনসিবির পক্ষেই রায় দিয়েছিলেন। অবশেষে জামিনের আবেদন গ্রহণ করলেন আদালত।
আইনিউজ/এসডি
জন্মদিনের পার্টিতে বিমানবালা সাজে পরীমনির নাচ
শুধু পাঁচতারকা হোটেলেই নয়, এতিমদের সাথেও জন্মদিন উদযাপন করেছেন পরীমনি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে