নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৩৯, ৪ নভেম্বর ২০২১
উইন্ড অফ নভেম্বর: জাবিতে ৩ দিনব্যাপী চলচ্চিত্রে আন্দোলনের কথা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন চত্বরে চলছে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্র আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করেছে, নাম দেওয়া হয়েছে 'উইন্ড অফ নভেম্বর'। প্রদর্শিত হচ্ছে বাছাই করা এমন সব চলচ্চিত্র, যেগুলো গণমানুষের অধিকার আদায়ে ও ইতিহাস জানতে সহযোগী হবে।
চলচ্চিত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কায়েস মাহমুদ বলেন, প্রতিরোধের স্পর্ধায় সংস্কৃতি এই স্লোগান নিয়ে দু'হাজার চার সালে গঠিত হয় চলচ্চিত্র আন্দোলন। আমরা চিরকাল বলতে চেয়েছি আমাদের সময় এবং মানুষের কথা। এখন এক বিচ্ছিন্ন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। চূড়ান্ততম নিপীড়নের ভেতর আমরা আমাদের সব কয়টা উপায়ে মাথা তুলতে চাই, ছড়িয়ে দিতে চাই নভেম্বরের বাতাস। জানান দিতে চাই কী হয়েছিলো ১৯১৭ এর ৭ নভেম্বরে, আর কেমন দিন ছিলো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু'হাজার উনিশের ৫ নভেম্বর। এই উপলক্ষে চলচ্চিত্র আন্দোলনের উদ্যোগে তিন দিন ব্যাপি চলচ্চিত্র উৎসব।
উইন্ড অব নভেম্বরে প্রথম দিন গত ৩ নভেম্বর প্রদর্শিত হয়েছে মৃণাল সেন পরিচালিত সিনেমা আকালের সন্ধানে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেখানো হয়েছে অরুণ রায়ের তৈরি সিনেমা হীরালাল।
দ্বিতীয় দিনের আয়োজনে 'হীরালাল' প্রদর্শনী।
তৃতীয় ও শেষদিনের (৫ নভেম্বর) আয়োজনে রয়েছে সন্ধ্যা ৬টা থেকে জহির রায়হানের নির্মিত চলচ্চিত্র স্টপ জেনোসাইড। এছাড়াও শেষদিনে দেখানো হবে তথ্যচিত্র- 'জুবায়ের ও সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ও তারেক মাসুদের তৈরি আদম সুরত।
চলচ্চিত্র আন্দোলন জানায়, আমরা বিশ্বাস করি চলচ্চিত্রের আন্দোলন, আন্দোলনের চলচ্চিত্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েরকে কারা হত্যা করেছিলো এ বিষয়ে সবার জানা দরকার। গণমানুষের কণ্ঠস্বরের এই আন্দোলন শুধু জাবির শিক্ষার্থীরাই নয়, জানা দরকার সবাইকেই। এই উদ্যোগ নিয়েই শুরু হয়েছে উইন্ড অফ নভেম্বর।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে