বিনোদন ডেস্ক
বঙ্গবন্ধুর বায়োপিকে খালেদা জিয়ার চরিত্রে কে?
খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। তাঁর স্ত্রী রেনু ওরফে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা।
এছাড়া সিনেমাটিতে শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রাসেল, বঙ্গবন্ধুর পিতা-মাতাসহ রয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক, খন্দকার মোশতাক আহমেদ, আবদুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সৈয়দ নজরুল ইসলাম, মেজর জেনারেল ওসমানী, জেনারেল আইয়ুব খান, মানিক মিয়ার মতো সকল চরিত্রই আছে।
চলতি বছরের ২১ জানুয়ারি ভারতের ফিল্ম সিটি মুম্বাইয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল। ইতোমধ্যে ৮০ ভাগ কাজ শেষ। এই পর্যায়ে এসে জানা গেল, ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চরিত্রও রয়েছে। যদিও নির্মাতা কর্তৃপক্ষ থেকে ঘোষিত শিল্পী তালিকায় এই চরিত্রটি সম্পর্কে কিছুই বলা ছিল না। উইকিপিডিয়ায় শিল্পীদের একটি তালিকা আছে। সেখানেও চরিত্রটির উল্লেখ নেই।
একসময় বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে জিয়া পরিবারের সুসম্পর্ক ছিল। বিশেষ করে, খালেদা জিয়াকে মেয়ের মতো স্নেহ করতেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের একটি অংশে সেই চিত্রও তুলে আনতে চলেছেন পরিচালক শ্যাম বেনেগাল। কিন্তু ছবিতে খালেদা জিয়ার চরিত্রে কে অভিনয় করবেন?
বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর, এই চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী। সোমবার বিকালে তিনি নির্মাতা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন। এই অভিনেত্রী বলেন, ‘বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সিনেমা হতে যাচ্ছে। আমি সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার।’
‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে অতুল তিওয়ারি ও শামা জায়েদি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একদিন পরেই অর্থাৎ, গত বছরের ১৮ মার্চ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর দাপটে তা বিলম্বিত হয়। পরে এ বছরের ২১ জানুয়ারি থেকে শুটিং শুরু হয়। সব শেষে আগামী বছরের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
এসএসসি: সব প্রশ্ন কমন পড়েছে, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
কোথায় কত বাড়লো বাস ভাড়া
ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ
বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে