বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:২৩, ১৮ নভেম্বর ২০২১
‘আগামী পৃথিবীর জন্য কি আমরা তাদের রক্ষা করব না?’
সাম্প্রতিক সময়ে দেশে বিনা বিচারে হাতি হত্যা করা হচ্ছে। বৈদ্যুতিক শক দেওয়ার মতো মারাত্মক কষ্টের মৃত্যুর শিকার হচ্ছে বন্যহাতি। এসবের বিরুদ্ধে মুখ খুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
মঙ্গলবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দুটি নিউজ পোর্টালের স্ক্রিনশট শেয়ার করেছেন জয়া। যার একটির শিরোনাম ‘শেরপুরে বিদ্যুতের ফাঁদ পেতে হাতি হত্যা’। আর অপরটির শিরোনাম ‘মাথায় গুলি করে বন্য হাতি হত্যা’।
জয়া আহসান লিখেছেন, “হাতির এমন অপূর্ব একটি সৌন্দর্য আছে, যা অন্য আর কোনো প্রাণীর মধ্যে নেই। আর কী রকম নিমেষেই যে হাতি আমাদের ছেলেমানুষীতে ভরা নিটোল শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে পারে! খবর পেলাম, অনিন্দ্যসুন্দর তেমন একটি হাতিকে নাকি গুলি করে মারা হয়েছে চকোরিয়ায়। দেশে হাতি মারার খবর প্রায় নিয়মিতই পাচ্ছি।
বনবিভাগ আর আইইউসিএনের একটি হিসেবে দেখা গেছে, বাংলাদেশের বনে মাত্র ২৬৮টি এশীয় হাতি বাস করছে। তাদের এক তৃতীয়াংশ বাস করে পার্বত্য চট্টগ্রাম আর কক্সবাজারে।
জয়া যোগ করেন, “খুব মনের আনন্দে নয়। কারণ বন উজাড় করে তাদের স্বাভাবিক চলাফেরার পথগুলো দখল করে নিচ্ছে মানুষেরা। ফলে তারা যখন নিজেদের পথে চলতে–ফিরতে আসছে, দখলদার মানুষেরাই উল্টো তাদের গুলি করে মারছে। গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২০টি হাতি মারার খবর পাওয়া গেছে। আজকে (১৬ নভেম্বর) আরেকজন। গত ৬ দিনে ৪ জন হাতি মারা হল ; বাংলাদেশ হাতির জন্য হয়ে উঠছে এক নির্মম গোরস্থান।”
হাতির এই বিপন্নতা আক্রান্ত করেছে জয়াকে। তিনি বলেন, “হাতি মহাবিপন্ন তালিকায় থাকা একটি প্রাণী। আমাদের অনন্য সৌভাগ্য যে বাংলাদেশ হাতির একটি সুন্দর বিচরণক্ষেত্র। তারা আমাদের ঐশ্বর্য। আগামী পৃথিবীর জন্য কি আমরা তাদের রক্ষা করব না? আমি দাবি করি, আলাদা করে একটি বন্যপ্রাণী অধিদপ্তর বা বিভাগ খোলা হোক। নইলে অচিরেই আমাদের জীববৈচিত্র্য শূন্যের কোঠায় দৌড়ে নামতে শুরু করবে। কপাল চাপড়েও আর উদ্ধার পাব না।”
- আরও পড়ুন- বয়সকে আটকে দেওয়া দুই বাংলার বিস্ময় জয়া
যদিও দেশে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে বন অধিদপ্তরের নানা কার্যক্রম রয়েছে। আছে বন্যপ্রাণী অপরাধ দমনে বিশেষ হটলাইনও। তবু, যেহেতু মানুষের মনে সচেতনতা তৈরি হচ্ছে না। তাই জয়ার আহ্বান খুবই প্রাসঙ্গিক।
জয়া লিখেছেন- “আমাদের মনে একটু মমতা জন্মাক। আমরা জীবে দয়া করি। ‘জীবে দয়া করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।’”
পশু-পাখি ভালোবাসেন জয়া আহসান। প্রাণীদের প্রতি যেনো একটু অন্যরকম টান রয়েছে এপার-ওপার দুই বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রীর। অবশ্য তার প্রমাণও পাওয়া গেছে বহুবার।
মহামারি করোনাভাইরাসের ভয়াবহতার কারণে লকডাউন ঘোষণা করায় যেখানে মানুষ ঘর থেকে বের হয়নি। সেখানে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে পথে থাকা কুকুরদের জন্য খাবার রান্না করে বাড়ির পরিচারিকাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলেন জয়া আহসান।
এমনকি কোথাও যদি কোন প্রাণীর সঙ্গে অত্যাচার হয় আর সেটি যদি জয়ার চোখে পড়ে তাহলে নিজের ফেসবুক পেজের মাধ্যমে সেই চিত্র তুলে ধরেন এপার-ওপার দুই বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রী। এবার তাঁর মুখে উঠলো নির্বিচারে হাতি হত্যার প্রতিবাদ।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে