বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৫২, ১৮ নভেম্বর ২০২১
সেরা করদাতার তালিকায় ছয় তারকা
সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার (১৭ নভেম্বর) প্রকাশিত এই তালিকায় ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। সেই তালিকায় রয়েছেন ছয় তারকা।
সেরা করদাতাদের মধ্যে অভিনয়শিল্পী শাখায় রয়েছেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ; সংগীতশিল্পী শাখায় আছেন কুমার বিশ্বজিৎ, তাহসান রহমান খান ও এস ডি রুবেল।
২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ কর প্রদানের সুবাদে সেরা করদাতা হয়েছেন উল্লেখিত ছয় তারকা। জাতীয় রাজস্ব বোর্ড থেকে তারা ট্যাক্স কার্ড পাবেন। সেই কার্ডের বদৌলতে পাবেন বেশ কিছু সুযোগ-সুবিধা।
তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।
উল্লেখ্য, গত অর্থবছরেও সেরা করদাতা হয়েছিলেন বিদ্যা সিনহা মিম, তাহসান রহমান খান। এছাড়া তারকাদের মধ্যে গত বছর ছিলেন শাকিব খান, গায়িকা মমতাজ বেগম, শাহীন সামাদ ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে