বিনোদন ডেস্ক
আপডেট: ২১:২৯, ৫ ডিসেম্বর ২০২১
দুবাই যেতে দেওয়া হলো না জ্যাকুলিনকে
জ্যাকুলিন ফার্নান্দেজ
২০০ কোটি রুপি প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিদেশ যাত্রা আটকে দিয়েছে ভারতীয় প্রশাসন। রোববার (৫ ডিসেম্বর) দুবাই যেতে চাইলে মুম্বাই বিমানবন্দরে তাকে আটকানো হয়। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নোটিশের ভিত্তিতে তার দেশত্যাগ রুখে দেওয়া হয়েছে।
বেশ কিছু দিন ধরে ২০০ কোটি রুপির একটি প্রতারণা মামলা তদন্ত করছে ইডি। সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জ্যাকুলিনের। তাদের একাধিক ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছে সম্প্রতি। দফায় দফায় জ্যাকুলিনকে কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
আরও পড়ুন- বিয়ে হচ্ছে ভিকি-ক্যাটরিনার, নিশ্চিত করলেন জেলা প্রশাসক
এরপরই জ্যাকুলিনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নোটিশ দেওয়া হয়। কিন্তু রোববার তিনি দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে হাজির হন। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। কিন্তু তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি থাকায় ইমিগ্রেশন কর্মীরা আটকে দেয়।
জানা গেছে, শিগগিরই ইডির দিল্লি দফতরে নেওয়া হবে জ্যাকুলিনকে। সেখানে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন- এবার সিনেমা বানাবেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ
উল্লেখ্য, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ইতোমধ্যে চার্জশিট দাখিল হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং ও মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন তিনি ও তার স্ত্রী লিনা পাল। সেই মামলায় গ্রেফতার হন এ দম্পতি।
মামলার তদন্তে বেরিয়ে আসে জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সুকেশের ঘনিষ্ঠতার কথা। অভিনেত্রীকে ৯ লাখ রুপির পার্সি বিড়াল, ৫২ লাখ রুপির একটি ঘোড়াসহ প্রায় ১০ কোটি রুপির উপহার দিয়েছিলেন সুকেশ।
আইনিউজ/এসডিপি
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে