নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:১৪, ৬ ডিসেম্বর ২০২১
মাহিয়া মাহিকে উঠিয়ে নিয়ে এসে ধর্ষণের ইচ্ছা পোষণ করেছিলেন প্রতিমন্ত্রী মুরাদ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পরিবারের সদস্যকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার শুরু হয় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি কলরেকর্ড। সেখানে জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দেন তিনি। তাঁকে উঠিয়ে নিয়ে এসে ধর্ষণ করতে চান এমন কথাও বলতে শোনা যায় তাঁকে।
কলরেকর্ড ও বিভিন্ন বেফাঁস মন্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারাদেশে আলোচিত-সমালোচিত হচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। অভিনেতা ইমনকে ফোন দিয়ে ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে আসেন এমন নির্দেশও দেন তিনি।
ভাইরাল হওয়া এই কলরেকর্ডটি সত্য, বিষয়টি অভিনেতা ইমন নিজেই নিশ্চিত করেছেন গণমাধ্যমের কাছে। তিনি জানান, এই অডিওটি সত্য। ২ বছর আগে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। একজন মন্ত্রী যখন কল দেন তখন সেটা এড়িয়ে যাওয়া যায় না।
ইমন আরও বলেন, 'আমি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাব কেন? এমন কোনো অভিযোগও কেউ করতে পারবে না। আমি মাহিকে নিয়ে গেছি- এমন কোনো কথা সেখানে নেই। আমি কিন্তু যাইনি, দুই মিনিট দুই মিনিট বলেছি, দুই মিনিটে কি যাওয়া যায়! আমি শুধু প্রতিমন্ত্রীকে সামাল দেওয়ার চেষ্টা করেছি।' ইমনের বক্তব্যের বিষয়ে আরও বিস্তারিত...।
ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে।
ফোনালাপের শুরুতে ডা. মুরাদের কণ্ঠের অন্যপাশে অভিনেতা ইমনকে কথা বলতে শোনা যায়। অভিনেতা ইমন ডা. মুরাদকে জানান, তিনি বনানীর একটি রেস্তোরাঁয় রয়েছেন। কথা বলার একপর্যায়ে মাহিয়া মাহিও তার সঙ্গে রয়েছেন জানিয়ে ইমন ডা. মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেন।
ডা. মুরাদ মাহিয়া মাহিকে ফোনে পেয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ‘অশ্লীল ভাষায়’ দেখা করার জন্য ‘নির্দেশ’ দেন। প্রয়োজনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী পাঠানোরও হুমকি দেন তিনি। ওই কথোপকথনের দ্বিতীয় ধাপে আবার কথা হয় এই দুজনের।
প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। খুলনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদল ও যুবদল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে