Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ১৩ ডিসেম্বর ২০২১

২১ বছর পর ভারতে ফিরল ‘মিস ইউনিভার্স’ মুকুট

হারনাজ সান্ধু

হারনাজ সান্ধু

২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’র খেতাব ফিরল ভারতে। পাঞ্জাবি তরুণী হারনাজ সান্ধু জিতেছেন এবারের ‘মিস ইউনিভার্স’-এর মুকুট।

এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। তার আগে জিতেছিলেন সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ হলেন।

আরও পড়ুন- প্রকাশ্যে এলো ভিকি ও ক্যাটরিনার গায়ে হলুদের ছবি

হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়।

আরও পড়ুন- অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাটরিনা

রোববার (১২ ডিসেম্বর) রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।

আইনিউজ/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়