নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
ইত্যাদি নিয়ে হানিফ সংকেত এবার হবিগঞ্জে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় রিয়েলিটি শো হানিফ সংকেতের 'ইত্যাদি' এবার হবিগঞ্জে গিয়েছে। ইত্যাদির আগামী পর্বের দৃশ্যধারণ হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায়।
হবিগঞ্জের তেলিয়াপাড়ায় ধারণকৃত ইত্যাদির এই পর্বটি আগামী ৩১ ডিসেম্বর রাত ৮টায় নিয়মিত বাংলা সংবাদের পর বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হবে।
জানা যায়, শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ঐতিহাসিক তেলিয়াপাড়া ম্যানেজার বাংলোয় পর্বটি ধারণ করা হয়। হবিগঞ্জের স্মৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথে সাথে মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার ইতিহাসের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে ইত্যাদির এ পর্বটিতে।
ইত্যাদির এ পর্বের সেট নির্মাণেও রয়েছে হবিগঞ্জের ছোঁয়া। বাংলাদেশের যে স্থানে সাধারণত দৃশ্য ধারণ করা হয়, সেই স্থানের বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই সেট নির্মাণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
নাচ-গানে মাতানো থাকে ইত্যাদি। হবিগঞ্জে ধারণকৃত ইত্যাদির এ পর্বে গানে দেখা যাবে দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও তার বোন ফাহমিদা নবী। তারা দু'জনই তেলিয়াপাড়া ডাকবাংলোর সামনে নির্মিত মঞ্চে গান করতে উঠলে কয়েক হাজার দর্শক করতালি দিয়ে স্বাগত জানান।
এছাড়াও ইত্যাদির আরও একটি আকর্ষণ 'নানি-নাতনির' দৃশ্য। এটিও ধারণ করা হয়েছে হবিগঞ্জের মঞ্চেই। এছাড়া স্থানীয় আদিবাসী শিল্পী ও মাধবপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেছেন।
আয়োজন হয়েছে সবসময়ের মতো এবারও কুইজ পর্ব। চার জন বিজয়ী হয়েছেন কুইজ খেলায়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও চ্যানেল আই সেরাকণ্ঠ আশিক।
ইত্যাদির পর্বটি ধারণের সময় উপস্থিত ছিলেন ৫ হাজারের বেশি দর্শক। তাদের মধ্যে হবিগঞ্জের স্থানীয়দের সংখ্যাই বেশি।
এছাড়াও ইত্যাদির পর্ব ধারণের সময় উপস্থিত ছিলেন- বিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম এম সামীউন্নবী চৌধুরী, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, পৌর মেয়র হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, তেলিয়া চা-বাগানের ম্যানেজার মো. রফিকুল ইসলাম, জগদীশপুর চা-বাগানের ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটন, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইনিউজ/এসডি
‘ইত্যাদি’ হয়েছে সোনারগাঁয়েও
নবীগঞ্জ রাজা কমপ্লেক্সে আগুন
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে