Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ২০ ডিসেম্বর ২০২১

সালমানের বড় ঘোষণা, আসছে ‘বজরঙ্গি ভাইজান ২’

সালমান খান ও হার্শালি মালহোত্রা

সালমান খান ও হার্শালি মালহোত্রা

বলিউডের সবচেয়ে সফল ও জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বব্যাপী ৯১৮ কোটি রুপি আয় করেছিল। শুধু ব্যবসা নয়, ‘বজরঙ্গি ভাইজান’ দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিল। সালমান ও ছোট্ট মুন্নি চরিত্রে হার্শালি মালহোত্রার অভিনয়ে চোখ ভিজেছে অধিকাংশের। ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তুমুল জনপ্রিয়তা পাওয়া এই সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। ঘোষণাটি দিয়েছেন সালমান নিজেই।

গত জুলাই মাসে গল্পকার ও চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র জানিয়েছিলেন, তিনি ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে আসার চেষ্টা করছেন। সালমানের সঙ্গে আইডিয়া শেয়ার করার পর তিনিও সাড়া দিয়েছেন। প্রথম সিনেমার গল্পও বিজয়েন্দ্র লিখেছিলেন।

আরও পড়ুন-ঢালিউডের সিনেমায় বলিউডের নাসিরুদ্দিন শাহ 

এবার সালমান নিজেই ঘোষণা দিলেন। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আরআরআর’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে হাজির হন সালমান। সেখানেই তিনি চমকপ্রদ খবরটি প্রকাশ্যে আনেন।

‘বজরঙ্গি ভাইজান’ নির্মাণ করেছিলেন কবির খান। তবে নতুন সিনেমাটি কার হাতে পরিচালিত হবে, সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রথম সিনেমায় সালমানের সঙ্গে কারিনা কাপুর ছিলেন। এবারও তাকেই রাখা হবে কিনা, সেটাও এখনো জানা যায়নি।

আরও পড়ুন- ইত্যাদি নিয়ে হানিফ সংকেত এবার হবিগঞ্জে

বলে রাখা প্রয়োজন, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় ভারত ও পাকিস্তানের মধ্যে অন্যরকম এক গল্প ফুটিয়ে তোলা হয়। মুন্নি নামের এক বাকপ্রতিবন্ধী শিশু ভুলবশত ভারতে চলে আসে। এরপর ভাইজানের (সালমান) দেখা পায় সে। ভাইজান শত বাধা, প্রতিকূলতা পেরিয়ে মুন্নিকে পৌঁছে দেয় তার বাবা-মায়ের কাছে।

আইনিউজ/এসডিপি 

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়