বিনোদন ডেস্ক
মিশা সওদাগর ও জায়েদ খানের নামে থানায় জিডি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সদস্যরা চাঁদা দিয়েছেন, কিন্তু তাদের কাউকে রশিদ দেওয়া হয়নি। এমন অভিযোগ এনে সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ২৪০ জন সদস্য। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় শনিবার এই জিডি করা হয়।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘২৪০ জন সদস্য শিল্পী সমিতির বার্ষিক চাঁদা হিসেবে জনপ্রতি ২৪০০ টাকা করে সমিতির দায়িত্বপ্রাপ্ত জাকির ও জামাল নামে দুজনের কাছে জমা দিয়েছেন। চাঁদার রশিদ সঙ্গে সঙ্গে দেওয়ার কথা থাকলেও গত ১৫ দিন ধরে দিচ্ছি দিচ্ছি বলে দিচ্ছে না। জাকির ও জামাল জানিয়েছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক রশিদে স্বাক্ষর করছেন না। তাদের কিছু করার নেই।’
‘৮ জানুয়ারি ছিল সদস্যদের চাঁদা দেওয়ার শেষ তারিখ। কিন্তু আজ অবধি আমাদের জমা দেওয়া চাঁদার কোনো রশিদ পাইনি। অথচ মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের সব সদস্যদের চাঁদার রশিদ দেওয়া হয়ে গেছে।’
জিডিতে আরও অভিযোগ, ভুক্তভোগী ২৪০ সদস্যের জমা দেওয়া চাঁদার রশিদ কেটে মিশা-জায়েদ তাদের স্যদেরকে পাঠিয়ে বলছে, ‘তোমাদের টাকা আমি দিয়ে দিলাম।’ ৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জাকির ও জামালের কাছে রশিদ চাইতে গেলে তারা বলে, আপনাদের টাকা ফেরত নিয়ে যান।
- আরও পড়ুন- ২০২১ সালে পতন হয়েছে যেসব তারার
সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিয়মিত অফিস করলেও আমাদের রশিদে স্বাক্ষর করেনি। মিশা-জায়েদ প্যানেলের সদস্যরা নিজেদের প্যানেলের স্বার্থেই এই পন্থা অবলম্বন করেছে। তাই ভবিষ্যতের জন্য ডায়েরি করা প্রয়োজন।’
এই ঘটনা কানে গেছে চিত্রনায়িকা নিপুণের। তিনি আসন্ন নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে লড়াই করতে চলেছেন। নিপুণ বলেন, ‘আমি শুনেছি অনেক শিল্পী চাঁদা দিলেও সমিতি তা গ্রহণ করছে না। রশিদও দিচ্ছে না। আবার যার রশিদ তাকে না দিয়ে অন্যদের রশিদের ছবি পাঠানো হচ্ছে। এটা অন্যায়। ২৪০ জন সদস্য থানায় জিডি করেছেন বলে শুনেছি।’
নিপুণের অভিযোগ, সামনে শিল্পী সমিতির নির্বাচন। হয়তো সেখানে প্রভাব ফেলতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছেন বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ব্যাপারে জানতে মিশা সওদাগর ও জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।
আগামী ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের ১৭তম নির্বাচন। এবারও নিজেদের প্যানেল থেকে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান লড়াই করবেন। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন। এই প্যানেলে আরও আছেন চিত্রনায়িকা সিমলা।
- আরও পড়ুন- ডায়াবেটিস কমানোর উপায়
অন্যদিকে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে এবার নতুন একটি প্যানেল গড়েছেন চিত্রনায়িকা নিপুণ। সেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি এবং নিপুণ সাধারণ সম্পাদক পদে লড়াই করবেন মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে। নিপুণদের প্যানেলে আরও আছেন চিত্রনায়ক নিরব, ইমন ও সায়মন। লড়াইটা যে জমবে বেশ, তা আগেভাগেই বলা যায়।
- আরও পড়ুন- ওজন কমানোর উপায়
আইনিউজ/এসডি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে