বিনোদন ডেস্ক
ইলিয়াস কাঞ্চন ও নিপুনদের হারালেই মিশা-জায়েদের হ্যাটট্রিক
আর মাত্র দুই দিন, এরপরেই চলচ্চিত্র শিল্পী সমিতির এ বছরের নির্বাচন। একদিকে দুইবারের জয়ী মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল, অন্যদিকে ইলিয়াস কাঞ্চন ও নিপুনদের নিয়ে বিপক্ষ দল। আলোচিত এ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চোখ তাই সকল শ্রেনীর মানুষের।
দুই প্যানেলেই তারকা প্রার্থীদের ছড়াছড়ি। গত দুই বারের মতো এবারও নিজেদের প্যানেল থেকে মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে লড়ছেন। এই নির্বাচনেও প্যানেলসহ জিতে তারা হ্যাটট্রিক পূরণ করতে চান। সোমবার এফডিসিতে বিরাট আয়োজনে প্যানেল পরিচিতি সভা করে সেই ঘোষণাই দিয়েছেন তারা।
এদিনের সভার সভাপতিত্ব ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন চিত্রনায়ক রুবেল। তিনি এবার মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে লড়ছেন। রুবেল এদিন তাদের প্যানেলের সবাইকে নাম এবং পদ ধরে ডেকে মঞ্চে এনে বসান। এবারের নির্বাচনে রুবেলের সঙ্গে সহসভাপতি পদে অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলও লড়ছেন।
এছাড়া এই প্যানেলে বিভিন্ন পদে আরও আছেন অভিনেতা সুব্রত (সহ–সাধারণ সম্পাদক), আলেকজান্ডার বো (সাংগঠনিক সম্পাদক), জয় চৌধুরী (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক), জাকির হোসেন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), ফরহাদ (কোষাধ্যক্ষ)।কার্যনির্বাহী সদস্য পদে আছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।
সোমবার প্যানেল পরিচিতি সভায় মিশা সওদাগর এবং জায়েদ খান তাদের দুই মেয়াদের নানা উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন। করোনাকালীন সময়ে তারা কীভাবে শিল্পীদের সাহায্য সহযোগিতা করেছেন, তাও বলেন। এবার ফের তাদের নির্বাচিত করে শিল্পীদের উন্নয়নে আরও বেশি বেশি কাজ করার সুযোগ দেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
- আরও পড়ুন- ২০২১ সালে পতন হয়েছে যেসব তারার
অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তারদের প্যানেলও। তাদের পরিষদ থেকে সহসভাপতি পদে লড়ছেন চিত্রনায়ক রিয়াজ এবং অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডিএ তায়েব। যারা একসময় মিশা-জায়েদ প্যানেলের হয়ে নির্বাচন করেছিলেন।
- আরও পড়ুন- ডায়াবেটিস কমানোর উপায়
এছাড়া ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে এমন আরও কয়েকজন তারকা প্রার্থী হয়েছেন, যারা গত দুই মেয়াদে মিশা-জায়েদদের সঙ্গে ছিলেন, প্রার্থীও হয়েছিলেন। তারা হলেন- চিত্রনায়ক সায়মন সাদিক, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, ফেরদৌস আহমেদ, অমিত হাসান, চিত্রনায়িকা পরীমনি, কেয়া, জেসমিন এবং রম্য অভিনেতা আফজাল শরীফ। আরও আছেন- শাকিল খান, নানা শাহ, সাংকো পাঞ্জা, গাঙ্গুয়া ও সীমান্ত।
- আরও পড়ুন- ধূমপানের ক্ষতি ও সিগারেট ছাড়ার উপায়সমূহ
১৯৮৯ সালে ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। জয়ও পেয়েছিলেন। সেবার তার প্যানেল থেকে সভাপতি হয়েছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। ৩২ বছর পর ফের শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে, চিত্রনায়িকা নিপুণ এবার প্রথম বড় কোনো পদে লড়ছেন। তাই তাদের প্রথম জয় হবে নাকি মিশা-জায়েদদের হ্যাটট্রিক, তা জানতে অপেক্ষা শুক্রবার পর্যন্ত।
- আরও পড়ুন- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
আইনিউজ/এসডি
মানসিক চাপ কমাবেন যেভাবে
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
সহবাসে পুরুষের অক্ষমতা, সেক্স এডুকেশনের অভাব?
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে