বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:৩৯, ২৮ জানুয়ারি ২০২২
টাকা দিয়ে ভোট কিনছেন জায়েদ খান, অভিযোগ নিপুণের
নিপুণ ও জায়েদ খান
চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন নিপুণ ও জায়েদ খান। এদিকে নির্বাচন চলাকালে জায়েদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন নিপুণ। প্রকাশ্যেই তিনি বললেন, টাকা দিয়ে ভোট কিনছেন জায়েদ খান!
নির্বাচনের বুথ থেকে কিছুটা দূরে একটি স্থানে দাঁড়িয়ে ছিলেন জায়েদ খান। আগত ভোটারদের বুথে প্রবেশের আগেই তিনি কুশল বিনিময় করছেন। তবে নিপুণের স্পষ্ট অভিযোগ, ‘এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দেওয়া হচ্ছে!’
জায়েদ খানের সামনে এসে নিপুণ বলেন, ‘এখানে দাঁড়িয়ে আমরা এখন ভোট চাইব। কারণ আমরা শুনেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দেওয়া হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে থাকব। দুইবার আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। তারা শোনেননি। তাই আমিই এখানে চলে আসলাম।’
আরও পড়ুন- পপির অভিযোগ নিয়ে যা বললেন জায়েদ খান
নিপূণ আরও বলেন, ‘যেহেতু তিনি নিয়ম ভঙ্গ করে এখানে দাঁড়িয়ে আছেন, তাহলে আমিও নিয়ম ভঙ্গ করে এখানে দাঁড়িয়ে থাকব। টাকার দেওয়ার বিষয়টি অনেকেই আমাকে বলেছেন। এতক্ষণ কিছু বলিনি। এখন এসেছি, সব ক্যামেরা এখানে দাঁড়িয়ে থাকুন। ভোটাররা ঢুকবে, আপনারা আমদের দেখবেন।’
নিপুণের অভিযোগের পর তাৎক্ষনিক ওই স্থান ত্যাগ করেন জায়েদ খান। যেতে যেতে বলেন, ‘এখানে আমরা সবাই ভোট চাচ্ছি। নির্বাচন কমিশন নিষেধ করায় আমরা ওদিকে চলে যাচ্ছি।’
উল্লেখ্য, জায়েদ খান গত দুই মেয়াদে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তৃতীয়বারের মতো তিনি এই পদে প্রার্থী হয়েছেন। অন্যদিকে নিপুণ প্রথমবার সংগঠনটির নির্বাচনে অংশ নিচ্ছেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সরগরম এফডিসি পাড়া
বিশাল হৃদয়ের হিরো আলম যা বললেন জায়েদ খান সম্পর্কে
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে