নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
আপডেট: ১২:৪৪, ২৯ জানুয়ারি ২০২২
শিল্পী সমিতির সভাপতি কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ
ইলিয়াস কাঞ্চন এবং জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২ বছর মেয়াদের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন আর সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।
সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পান ১৭৬ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী নিপুন পেয়েছেন ১৬৩ ভোট।
শনিবার ভোরে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। ভোটযুদ্ধে ইলিয়াস-নিপুণ প্যানেল ও মিশা-জায়েদ প্যানেল প্রতিদ্বন্দিতা করছিলেন।
সহ-সভাপতির দুটি পদেই জয় পেয়েছেন মিশা-জায়েদ প্যানেলের প্রার্থী মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। তারা পেয়েছেন যথাক্রমে ১৯১ ও ২১৯ ভোট। তাদের প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ এবং রিয়াজ পেয়েছেন ১৫৬ ভোট।
এ ছাড়া পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুল ইমন, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আজাদ খান।
কার্যকরী পরিষদের ১১টি পদে জয় পেয়েছেন অঞ্জনা সুলতানা, অরুনা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, চুন্নু, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা, সুচরিতা।
ভোটপ্রদান শুরু হয় শুক্রবার সকাল ৯টায়। ভোটগ্রহণ হয় সমিতির স্টাডি রুমে। মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটপ্রদান করেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিকাল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হয়। পরে সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সরগরম এফডিসি পাড়া
বিশাল হৃদয়ের হিরো আলম যা বললেন জায়েদ খান সম্পর্কে
গরীব, টাকাপয়সা নেই এমন শিল্পীদের বের করে দিয়েছে এফডিসি`
পপি আপু যা বলেছেন তা উনার ব্যক্তিগত ব্যাপার : অভিনেত্রী শাহানূর
স্ত্রীর পছন্দের প্রার্থীকে ভোট দেবেন কমেডিয়ান হারুন কিসিঞ্জার
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে