বিনোদন ডেস্ক
আপডেট: ২৩:৪৫, ২৯ জানুয়ারি ২০২২
‘চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম’ (ভিডিও)
জায়েদ খান ও মিশা সওদাগর
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তবে নির্বাচনে জয় পেলেও মিশা সওদাগরের জন্য তার মন খারাপ।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে আসেন জায়েদ খান। সেখানে এক প্রতিক্রিয়ায় বলেন, মিশা সওদাগরের সঙ্গে আমার চার বছরের যাত্রা। এই চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম। আমার আর তার মধ্যে ছিল দারুণ বোঝাপড়া। আমরা একে অপরের কাজের পালসটা বুঝতে পারি। তার জন্য খুবই মন খারাপ আমার। এ জন্য আমি বিজয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না।
আরও পড়ুন- শিল্পী সমিতির নির্বাচন : পীরজাদা হারুনকে অবাঞ্চিত ঘোষণা
এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) দিনভর এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন ইলিয়াস কাঞ্চন। টানা দুইবারের সভাপতি মিশা সওদাগরকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন। অন্যদিকে জায়েদ খান সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক জয় পেয়েছেন।
এই জয়ে ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খানকে অভিনন্দন জানান মিশা সওদাগর। কাঞ্চন-জায়েদের একসঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে তিনি লেখেন, ‘অভিনন্দন’।
এদিকে এবারে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।
আরও পড়ুন- অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক
সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরীর। দপ্তর সম্পাদক পদে আরমান। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামনুন ইমন। আজাদ খান কোষাধ্যক্ষ হয়েছেন। কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন নায়ক ফেরদৌস। এছাড়াও নির্বাচিত হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, কেয়া, অমিত হাসান, জেসমিন, সুচরিতা, চুন্নু ও আলীরাজ।
এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট। আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেছেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে