Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০১, ৩১ জানুয়ারি ২০২২
আপডেট: ২২:০৪, ৩১ জানুয়ারি ২০২২

নিপুণকে এক নম্বর আসামি করে মামলা করবো : জায়েদ খান

জায়েদ খান ও নিপুণ

জায়েদ খান ও নিপুণ

বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে নানা বিতর্ক। নিপুণ ও জায়েদ খানের লড়াই এখনো চলমান। নির্বাচনে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তবে এই ফল মেনে নিচ্ছেন না নিপুণ ও তার প্যানেলের কেউ।

নিপুণ দাবি করেছেন জায়েদ খান চক্রান্ত করেছেন। নানা ষড়যন্ত্র করে ভোটে জিতেছেন। শিল্পীদের টাকা দিয়ে ভোট কিনেছেন বলে একটি ভিডিও প্রকাশ করেছেন। কিছু স্ক্রিনশটও ফাঁস করেছেন।

সেসব নিয়েই আজ সংবাদ সম্মেলনে কথা বলেন জায়েদ খান। সেখানে তার সঙ্গে ছিলেন নায়িকা মুনমুনও।

সংবাদ সম্মেলনে জায়েদ খান বলেন, ‘কিছু ফেক স্ক্রিনশট প্রকাশ করে আমার মানসম্মান নষ্ট করা হয়েছে। আমার প্রতিপক্ষ সহকর্মীরা আমাকে সারাদেশের মানুষের কাছে ভোট চোর বানিয়েছেন। এগুলো তথ্যসন্ত্রাস। তাই তথ্যপ্রযুক্তি আইনে নিপুণকে এক নম্বর আসামি করে মামলা করবো।’

আরও পড়ুন- জায়েদ খানের গোপন আলাপের স্ক্রিনশট ফাঁস করলেন নিপুণ

তিনি বলেন, নিপুণের সঙ্গে যারা ছিলেন তাদের বক্তব্য ও ভূমিকা যাচাই করে তাদের নামেও মামলা করা হবে।

জায়েদ জানান, আইনজীবীর সঙ্গে কথা বলে আজ রাতে বা কাল তিনি এই মামলা করবেন।

আরও পড়ুন- গোপন স্ক্রিনশট নিয়ে জায়েদ বললেন, ‘এটা সুপার এডিটেড’

এসময় জায়েদ দুঃখ ভারাক্রান্ত মনে বলেন, ‘শিল্পীদের জন্য কাজ করেও আমি আজ দোষী৷ ভালো কাজ করেছি বলে আমার শত্রু বেড়েছে।’

জায়েদের সাথে উপস্থিত থাকা মুনমুন নির্বাচনের দিন জায়েদের কাছ থেকে কোনো টাকা নেননি বলে দাবি করেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সরগরম এফডিসি পাড়া

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়