সীমান্ত দাস, নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:০৪, ২ ফেব্রুয়ারি ২০২২
ময়ূরাক্ষী সিনেমায় প্রেম-প্রতারণা, হবে বিমান ছিনতাই

ময়ূরাক্ষী সিনেমার পরিচালক ও দুই অভিনেত্রী।
হালের আলোচিত সিনেমা ময়ূরাক্ষী নিয়ে জনপ্রিয়তা টের পাওয়া যায় সিনেমা তৈরিটির কাজ শুরু হবার আগেই। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। একটানা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন পরিচালক, অভিনয়শিল্পীরা।
ময়ূরাক্ষী সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করছেন ববি। সিনেমার প্রধান চরিত্রে আছেন ববি ছাড়াও আছেন শিরিন শিলা। তাদের দুইজনের বিপরীতে অভিনয় করছেন অভিনেতা খায়রুল বাশার।
'ময়ূরাক্ষী' সিনেমার ফার্স্ট লুক পোস্টার আগেই প্রকাশিত হয়েছে। সেখানে একজন নায়িকার ভূমিকায় দেখা গেছে ববিকে। সেখানে ববি শাড়ি পরা, সঙ্গে বোল্ড সাজসোজ। হাতে জ্বলন্ত সিগারেট। মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া। তাকিয়ে আছেন উদাস ভঙ্গিতে। পাশে পড়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, মেঝেতে পুড়ছে খবরের কাগজ। সেই খবরের কাগজে আছে তারই ছবি।
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রেম ও প্রতারণার গল্প 'ময়ূরাক্ষী'।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ময়ূরাক্ষী সিনেমার কাজে 'ক্যামেরা ওপেন' হয় এফডিসিতে। প্রথম দিনের কাজে ছিলেন দুই চিত্রনায়িকা- ববি ও শিরিন শিলা। পুরো ময়ূরাক্ষী টিমের কাজ জুড়ে ছিলো এফডিসিতে।
বিস্তারিত ভিডিওতে-
পরিচালক রশিদ পলাশ জানান, একটানা কাজ করে দ্রুত রিলিজ হতে যাচ্ছে এই মুভিটি। পুরো ফেব্রুয়ারি মাসজুড়েই টানা বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করবেন তাঁরা।
এছাড়াও আইনিউজের সাথে কথা বলেছেন ময়ূরাক্ষী সিনেমার দুই চিত্রনায়িকা ববি ও শিরিন শিলা। এছাড়াও এ সিনেমায় চিত্রনাট্য লেখক গোলাম রাব্বানীও অভিনয় করছেন। পরিচালকসহ টিম ময়ূরাক্ষী আইনিউজকে জানিয়েছেন তাদের সিনেমার পরিকল্পনা।
আইনিউজ/এসডি
এফডিসির ভোট গণনায় লাগে সারারাত, তাহলে জাতীয় নির্বাচনের ভোট কয়মাসে গুণবেন?
চার বছর আমি আর মিশা ভাই স্বামী-স্ত্রীর মতো ছিলাম : জায়েদ খান
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা
উত্তাল এফডিসি, এমডির পদত্যাগ দাবি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ