বিনোদন ডেস্ক
আবারও চেয়ার ফিরে পাওয়ার আশা জায়েদ খানের
চলচ্চিত্র শিল্পী সমিতিতে তিনি তার সাধারণ সম্পাদকের চেয়ার ফিরে পাবেন- এই পদের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থিতাবস্থার আদেশ সোমবার আপিল বিভাগে বহাল থাকার পর এমনটাই আশা করছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেছেন, নির্বাচনী আপিল বোর্ডকে দিয়ে নিপুণ আক্তার জোর করে চেয়ার দখল করেছেন, এটা আদালতে প্রমাণিত হবে। আমি আমার চেয়ার ফিরে পাব।’
অভিনেতা আরও বলেন, ‘আদালত যে আদেশ দিয়েছেন তা আমার জন্য খুবই ইতিবাচক। আমার মনে হয়, এতে করে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। হয়তো কয়েকটা দিন সময় লাগবে। মঙ্গলবার শুনানি হবে, এ রকম আরও কয়েকটা শুনানির পর হাইকোর্ট বিষয়টিকে নিষ্পত্তি করে দেবেন। এ সময় পর্যন্ত কেউ শিল্পী সমিতির চেয়ারে বসতে পারবে না। স্থিতাবস্থা বজায় থাকবে।’
শিল্পী সমিতির এবারের নির্বাচনে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে ১৩ ভোটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন জায়েদ খান। কিন্তু নিপুণ পরাজয় না মেনে প্রথমে নির্বাচনী আপিল বোর্ডে এবং পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেন। তিনি জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন।
পরবর্তীতে নায়িকার এই আবেদনের প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্বাচনী আপিল বোর্ডকে নির্দেশনা দেওয়া হয় এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিতে। আপিল বোর্ড পরে এফডিসিতে একটি মিটিং ডাকেন এবং জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান। সেদিনই আপিল বোর্ডের সিদ্ধান্তকে বাতিল করে জায়েদ খানের পদ বহাল রাখে হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আবার গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতি অবস্থা জারি করেন। সোমবার আপিল বিভাগও সেই আদেশ বহাল রাখেন।
এই আদেশকে ইতিবাচক দেখছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আদালত চাইলে নিপুণকে চেয়ারে বসতে দিতে পারতেন, কিন্তু দেননি। ওরা আবেদন করেছিল, সেটা নাকচ হয়েছে। এখন নির্বাচনী আপিল বোর্ড বৈধ কি না এটা আদালত দেখবেন। তফসিল অনুযায়ী আপিল বোর্ড অবৈধ। এই আপিল বোর্ড কারও প্রার্থিতা বাতিল করতে পারে না। ফলাফল ঘোষণার এক দিন পর থেকে এই আপিল বোর্ডের আর কোনো কাজ নেই। ’
ও দিকে নিপুণ আক্তার গত ৯ ফেব্রুয়ারি উচ্চ আদালতের আদেশের পরই শিল্পী সমিতির চেয়ারে বসে পড়েছেন। ইতোমধ্যে তিনি নিজের নাম ও পদবী সম্বলিত নেমপ্লেটও বসিয়েছেন টেবিলে। এছাড়া বদলে ফেলেছেন সমিতির তালা-চাবি, চেয়ার এমনকি সিসি ক্যামেরার পাসওয়ার্ডও। এখন শেষ পর্যন্ত এই চেয়ারে কে বসবেন, তার দেখার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে