Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২২:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২২

শাকির দেওয়ানের কথায় সমরজিতের গান ‘তার লাগিয়া’

সমরজিৎ রায় ও শাকির দেওয়ান

সমরজিৎ রায় ও শাকির দেওয়ান

বর্তমান সময়ের জনপ্রিয় ও গুণী সঙ্গীত শিল্পীদের অন্যতম সমরজিৎ রায়। অন্যদিকে শাকির দেওয়ান বাংলাদেশের অত্যন্ত গুণী একজন গীতিকার। দু'জনের দারুণ সাঙ্গীতিক বোঝাপড়ায় এর আগেও বেশ কিছু ভালো গান সৃষ্টি হয়েছে। এবারও প্রকাশিত হতে যাচ্ছে এই জুটির নতুন মৌলিক গান ‘তার লাগিয়া’।

শাকির দেওয়ানের কথায় এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। গানটির দৃশ্যধারণে ছিলেন রবিন চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। 

আগামী ২৫ ফেব্রুয়ারি গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায় এর ভেরিফাইড ফেসবুক পেইজ ( facebook.com/samarjitroy.music ) এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/c/SamarjitRoyMusic )।

আরও পড়ুন- বুস্টার ডোজ নেওয়ার পর পাঁচ গুণ অ্যান্টিবডি : গবেষণা

কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে অনলাইন ভিত্তিক সঙ্গীত পাঠশালা ‘সুরছায়া’র ক্লাস, রেকর্ডিং, ফেসবুক লাইভ, বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান সহ সারা দেশে স্টেজের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে চলছে সমরজিৎ এর বর্তমান ব্যস্ততা। 

সমরজিৎ রায় বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতারা সবসময় যে ধারার গান শুনতে অভ্যস্ত, এটি সেই ধারার বাইরের একটি গান। প্রিয় গীতিকার শাকির দেওয়ানের চমৎকার কথায় বিরহ আঙ্গিকের এই গানটি আমি অন্যভাবে সুর ও সঙ্গীতায়োজন করার চেষ্টা করেছি, যা সব ধরণের শ্রোতারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

আরও পড়ুন- স্ট্রোকের আগের যে সংকেত দেয় হাত-পা

গীতিকবি শাকির দেওয়ান বলেন, ‘সমরজিৎ রায় অত্যন্ত গুণী একজন শিল্পী। আমার অত্যন্ত প্রিয় এই শিল্পীর জন্য বার বার গান লিখতে পেরে সত্যিই আমি আনন্দিত। আমাদের বোঝাপড়াটাও দারুণ। 'তার লাগিয়া ' শীর্ষক গানটি শিল্পীর জন্য একদমই নতুন এক ভিন্নতর প্রয়াস যা শ্রোতাদের ভালো লাগবেই।’

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়