Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১ মার্চ ২০২২

গাড়ি কিনেছেন কাঁচা বাদামের ভুবন বাদ্যকর, চালাতে গিয়ে ঘটলো অঘটন

সম্প্রতি কাঁচা বাদাম বিক্রি করতে গান গেয়ে ভাইরাল হয়েছেন ভুবন বাদ্যকর। গানটি তুমুলভাবে জনপ্রিয় হলে নিজেকে সেলিব্রেটি দাবিও করেন তিনি। এই গান তাঁর অর্থনৈতিক অবস্থা বদলে দিয়েছে রাতারাতি, তিনি বিভিন্ন রিয়েলিটি শো-তে ডাকও পেয়েছেন এর কারণে। মিউজিক ভিডিওতে সুন্দরী মেয়েদের সাথে কোমর দুলিয়ে নেচেছেন কাঁচা বাদাম দিয়েই। তবে এবার তিনি আহত হয়েছেন।

সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকর। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটে। আহত গায়ককে পশ্চিমবঙ্গের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুবন বলেন, ‘গাড়ি চালানো শিখতে একটি পুরনো গাড়ি কিনেছিলাম। বিকেলে সেটি চালানো অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে।’

এর আগে তিনি জানিয়েছিলেন, সেলিব্রেটি হয়ে যাওয়ায় তিনি আর বাদাম বিক্রি করবেন না। সাংবাদিকদের প্রশ্নে ভুবন বাদ্যকর বলেন, আমি এখন সেলেব্রিটি হয়ে গিয়েছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়