বিনোদন ডেস্ক
অবশেষে আসলেন বাংলাদেশে, উচ্ছ্বসিত সানি লিওন
তথ্য গোপন করায় আসার অনুমতি না মিললেও সানি লিওন বাংলাদেশে এসেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করে সানি লিওন নিজেই এই খবর দিয়েছেন।
সেই ছবিতে দেখা যায়, সানি লিওন ঢাকার বিমানবন্দরে। খুবই উচ্ছ্বসিত তিনি। তার পেছনে লেখা, ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, So happy to be in this beautiful country! অর্থাৎ, ‘এই সুন্দর দেশটিতে এসে আমি খুব খুশি!’
তবে সানি একা নন, সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন। ঢাকায় নামার পর তারা গেছেন গান বাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। তারা তিনজনে সেলফিও তুলেছেন। সেটি শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’।
এর আগে গত বৃহস্পতিবার সানি লিওনের বাংলাদেশের আসার ভিসা আবেদন বাতিল করে তথ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়, শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ নামে একটি সিনেমার কাজের জন্য বাংলাদেশে আসার কথা সানিসহ মোট ১১ জন ভারতীয় শিল্পীর। সেখানে ১০ জনকে ভিসা দিলেও সানির ভিসা মেলেনি।
ওই বিবৃতি পত্রে সানি লিওনের আসল নাম করণজিৎ কৌর ওয়েভার। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। কথা ছিল, ১১ জন শিল্পী বাংলাদেশে এসে নির্দিষ্ট শর্ত মেনে শুটিং করতে পারবেন। কিন্তু সানি ছাড়া বাকি ১০ জনকে ভিসা দেওয়া হয়েছে। প্রকৃত নাম লুকানোর জন্য বাতিল করা হয় সাবেক এ পর্নতারকার ভিসা।
- আরও পড়ুন- এবার ‘মারা গেলেন’ গায়ক নোবেল
এর আগে ২০১৫ সালে একবার সানি লিওনের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু সে সময় তারআসার খবরে ফুঁসে ওঠে কয়েকটি ইসলামিক সংগঠন। সানির বাংলাদেশ সফর রুখতে রাস্তায় নামেন তারা।সেসময়ইসলামিক সংগঠনগুলোর দাবির মুখে বাতিল করা হয়েছিল সানির বাংলাদেশ সফর।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে