সীমান্ত দাস, নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০৭, ১২ মার্চ ২০২২
আলী আমজাদের কার্নিভাল স্মরণীয় হয়ে থাকবে : তাসরিফ
প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন তাসরিফ। ছবি- আইনিউজ
দূরত্ব ভুলে কিছু মুহুর্ত সৃষ্টির স্লোগান নিয়ে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কার্নিভাল ২০২২। সারাদিন আনন্দ উচ্ছ্বাসে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দিনটি কাটিয়েছে। জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পাশাপাশি এতে মঞ্চ মাতিয়েছে কুঁড়েঘর। এ কার্নিভাল সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে - এমনটাই জানিয়েছেন কুঁড়েঘরের ভোকালিস্ট তাসরিফ খান।
শুক্রবার (১১ মার্চ) আলী আমজাদের মাঠে নিজেদের পরিবেশনা শেষে আইনিউজকে এ কথা জানান তাসরিফ।
তাসরিফ খান অনুষ্ঠানের মঞ্চে বারবার জানিয়েছেন আলী আমজাদের কার্নিভাল অনুষ্ঠানটা তাঁর করা অন্যান্য অনুষ্ঠান থেকে আলাদা লেগেছে। এর কারণ জানতে চাইলে আইনিউজের এ প্রতিবেদককে তিনি জানান, প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে তিনি অনুষ্ঠানের শৃঙ্খলা বেশ ভালোই দেখতে পেয়েছেন।
গানে মগ্ন তাসরিফ খান।
তাসরিফ বলেন, এর আগে আমরা যখন কোনও গার্লস স্কুলে বা কলেজে শো করেছি, সেখানে আমাদের বিকেল বা সন্ধ্যার দিকে গান পরিবেশন করতে হয়। তবে এখানে ছিলো ভিন্ন দৃশ্য, রাত ১১টায় স্টেজে উঠেও সবাইকে শৃঙ্খলভাবে গান উপভোগ করতে দেখেছি। এছাড়া তাঁরা আমাদের (কুঁড়েঘর) সাথে নিজেরাও পারফর্ম করেছেন। সবাই অনেক উচ্ছ্বসিত ছিলেন এবং প্রতিটা গানে ভালো সাড়া দিয়ে নিজেরাও গলা মিলাচ্ছিলেন।
সবার প্রাণবন্ততা আক্ষরিকভাবেই তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
প্রতিবেদকের সাথে কথা বলছেন তাসরিফ খান।
এর আগে তাসরিফ মঞ্চে তাঁর উৎফুল্ল পরিবেশনা দেখিয়েছেন। সবার সাথে গান গেয়েছেন, কথা বলেছেন। নিজের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন- কিভাবে তিনি গান লেখেন, লেখার আইডিয়া কিভাবে মাথায় আসে এসব নিয়েও আলোচনা করেছেন। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধে কুঁড়েঘরের অন্যতম জনপ্রিয় গান 'ব্যাচেলার' গেয়েছেন সবার সাথে। একইসাথে তাঁর ব্যান্ডের অন্যান্য সদস্যদের নিয়েও মজার মজার তথ্য বলেছেন।
উল্লেখ্য, ১১ মার্চ মৌলভীবাজারের স্বনামধন্য আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কার্নিভাল ২০২২। এতে সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আয়োজনে নিজেদের বিদ্যালয়ে পড়াকালীন নিজেদের অভিজ্ঞতার স্মৃতিচারণা করেছেন শিক্ষার্থীরা। এছাড়াও সবাই একসাথে মিলিত হওয়ার ব্যাপারটি ছিলো আনন্দমুখর।
কার্নিভাল ২০২২ এ কুঁড়েঘর ছাড়াও গানে মাতিয়েছেন আধুনিক গানের সুমিত, বিথী এবং শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা। এছাড়াও ছিলো শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনা।
সম্পূর্ণ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল আই নিউজ (www.eyenews.news)
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে