Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ১৭ মার্চ ২০২২
আপডেট: ২২:২৪, ১৯ মার্চ ২০২২

ক্যারোলিনা বিলাস্কা: যার মাথায় উঠলো মিস ওয়ার্ল্ডের মুকুট

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭০তম আসরের বিজয়ী ক্যারোলিনা বিলাস্কা।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭০তম আসরের বিজয়ী ক্যারোলিনা বিলাস্কা।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭০তম আসরের চূড়ান্ত মুকুট উঠেছে পোল্যান্ডের ফ্যাশন মডেল ক্যারোলিনা বিলাস্কার মাথায়। বিশ্বের ৯৭ প্রতিযোগীকে পেছনে ফেলে মুকুট জিতলেন এই পোলিশ সুন্দরী। ২৩ বছর বয়সী ক্যারোলিনাকে মুকুট পরিয়ে দেন ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টনি অ্যান সিং।

মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুয়ের্তো রিকোর রাজধানী সান হোয়ানে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিলাস্কার নাম ঘোষণা করা হয়।

বিশ্বসুন্দরীর মুকুট মাথায় ক্যারোলিনা বিলাস্কা

২০২১ সালের এই আসরে আইভরি কোস্টের প্রতিযোগী অলিভিয়া ইয়াসি প্রথম এবং ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রতিযোগী শ্রী সাইনি দ্বিতীয় রানার আপ হয়েছেন।

মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতায় সেরা তিন সুন্দরী

পোলিশ ফ্যাশন মডেল ক্যারোলিনা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। সাঁতার, স্কুবা ড্রাইভিং, টেনিস ও ব্যাডমিন্টন খেলতে পছন্দ করা এই তরুণী পোলিশ সংস্কৃতি নিয়েও কাজ করেন।

মিস ওয়ার্ল্ড মুকুট জয়ে উচ্ছ্বসিত ক্যারোলিনা বলেছেন, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে তার নাম ঘোষণা হয়েছে। তিনি তার জীবনের এই স্মরণীয় অধ্যায়কে কখনোই ভুলবেন না।

উল্লেখ্য, ২০২০ সালের ১৬ ডিসেম্বর সান হোয়ানে গ্র্যান্ড ফিনালে হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের হানায় আয়োজনের কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। এর তিন মাস পর মিস ওয়ার্ল্ড বিজয়ীর নাম চূড়ান্ত করেছেন বিচারকরা।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে এক পোস্টে জানানো হয়, ক্যারোলিনা ভালোবাসেন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে। এ রকম কিছু কাজের সঙ্গে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজেক্ট, নাম Zupa Na Pietrynie-র মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয় অবিরত। এই সমস্যা নিয়ে জনগণের মধ্যে সচেতনাতা বাড়ানোর প্রয়াস চালানো হয়। প্রতি রোববার এই প্রোজেক্টের মাধ্যমে গরম খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পেজ থেকে আরও জানা যায়, পোল্যান্ডে এরই মধ্যে অনেকের পক্ষে করোনা ভ্যাকসিনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করা সম্ভব ছিল না। তবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্ত কাজ করে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তারাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে দেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়