বিনোদন ডেস্ক
রক্ত দিয়ে আঁকা দ্য কাশ্মীর ফাইলসের পোস্টার
মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। নানা মহল থেকে নানাভাবে আলোচনায় থাকছে সিনেমাটি।
এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সিনেমাটির নতুন একটি পোস্টার। সেই পোস্টারের ছবি শেয়ার করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী নিজেই। কারণ, নিজের রক্তে একজন এঁকেছেন পোস্টারটি।
সিনেমাটির কিছু বিরুদ্ধ মতও উঠে এসেছে। কিন্তু তাতে সিনেমার ব্যবসায় কোনো প্রভাব পড়েনি। এরই মধ্যে রক্তে আঁকা পোস্টার এই সিনেমার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন- লাল-সবুজে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে গুগল
মধ্যপ্রদেশের বিদিশা শহরের বাসিন্দা মঞ্জু সোনি নিজের শরীরের ১০ মিলিমিটার রক্ত দিয়ে পোস্টারটি বানিয়েছেন তিনি। সেই ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আঁকার জন্য রক্ত কীভাবে সংগ্রহ করলেন, সেই ছবিও দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে বিবেক লিখেছেন, অবিশ্বাস্য! আমি জানি না কী বলব, কীভাবে মঞ্জু সোনিকে ধন্যবাদ জানাবো। শত শত প্রণাম এবং কৃতজ্ঞতা। যদি কেউ ওকে চেনেন, তাহলে ওর ফোন নম্বর দিন।
কিন্তু রক্ত দিয়ে এভাবে আঁকা কতটা নিরাপদ? এমন প্রশ্ন অনেকেই তুলেছেন। তাই এর কিছুক্ষণ পরে বিবেক কিছুটা সংযত হয়ে আর একটি টুইট করেন। লেখেন, ‘আমি সকলের আবেগকে সম্মান জানাই। কিন্তু, আমি সকলকে অনুরোধ করছি, এমন কাজ কেউ করবেন না। এটা ঠিক নয়।’
আইনিউজ/এসডিপি
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে